পেয়িং কেবিন চালু করে মাসে কত টাকা আয় করে রাজ্যের?

কলকাতা: বাংলার প্রতিটি হাসপাতালে পেয়িং কেবিন চালু করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, জানেন কি, উডবার্নের মাত্র ১৬টি শয্যা থেকে প্রতি মাসে কত লক্ষ টাকা আয় করে রাজ্য সরকার? উডবার্নে মাত্র এক বছর চালু হয়ে পেয়িং কেবিন ব্যবস্থা৷ রয়েছে ১৬টি শয্যা৷ মাত্র এক বছরের মধ্যেই পরিষেবা পেয়েছেন ৪৮৯ জন রোগী৷ ৪৮৯ রোগীকে পরিষেবা দিয়ে

3 stocks recomended

পেয়িং কেবিন চালু করে মাসে কত টাকা আয় করে রাজ্যের?

কলকাতা: বাংলার প্রতিটি হাসপাতালে পেয়িং কেবিন চালু করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, জানেন কি, উডবার্নের মাত্র ১৬টি শয্যা থেকে প্রতি মাসে কত লক্ষ টাকা আয় করে রাজ্য সরকার?

উডবার্নে মাত্র এক বছর চালু হয়ে পেয়িং কেবিন ব্যবস্থা৷ রয়েছে ১৬টি শয্যা৷ মাত্র এক বছরের মধ্যেই পরিষেবা পেয়েছেন ৪৮৯ জন রোগী৷ ৪৮৯ রোগীকে পরিষেবা দিয়ে মিলেছে ৭৮ লক্ষ ১৩ হাজার টাকা৷ মাসে মাসে নিট আয় ছয় লক্ষ টাকার কাছাকাছি৷

স্বাস্থ্যভবনের হিসেব অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু করতে গিয়ে গত এক বছরে ১২০০ কোটি টাকা খরচ হয়েছে৷ তাতে রোজগার তো দূরস্ত, বাড়ছে খরচ৷ কিন্তু, পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ড মাত্র ১৬টি বেডের উপর ভরসা করে আয় করতে শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 11 =