নয়াদিল্লি: শের কেন্দ্রীয় ব্যাংককে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ অবিলম্বে যাঁরা বিভিন্ন ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে ফেরত দেননি, সেই তালিকা প্রকাশ করতে আইবিআইকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷
এর আগেও একই নির্দেশ দিয়েছেল দেশের শীর্ষ আদালত৷ শুক্রবার ফের এরবার রিজার্ভ ব্যাংকে তালিকা প্রকাশে ‘শেষ সুযোগ’ সুপ্রিম কোর্টের৷ রিজার্ভ ব্যাংকের কাছে থাকা এই তালিকা সম্বলিত রিপোর্ট প্রকাশ না করলে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে স্পষ্ট জানিয়েছে বিচারপতি এল নাগেশ্বর রাও নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ৷
সম্প্রতি, তথ্যের অধিকার আইনে সুভাষচন্দ্র আগরওয়াল ও গিরিশ মিত্তলের একটি আবেদন করেন৷ সেই আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত৷
২০১৫ সালের ১৬ ডিসেম্বর এই তালিকা সামনে আনতে প্রথম নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যদিও তার পরেও এই তালিকা প্রকাশ না করায় এই বছরের শুরুতেই রিজার্ভ ব্যাঙ্ককে মানহানির নোটিস পাঠায় শীর্ষ আদালত৷