রাজ্যে LPG গ্রাহক সংখ্যা কত জানেন?

কলকাতা: বর্তমানে পশ্চিমবঙ্গে মোট এলপিজি গ্রাহকের সংখ্যা ১ কোটি ৯৫ লক্ষ। গত মাসের শেষে রাজ্যের মোট জনসংখ্যার ৮৮.১ শতাংশ এলপিজি-র আওতায় চলে এসেছেন, ২০১৪ সালে যা ছিল ৪০.৫ শতাংশ। কলকাতায় ইন্ডিয়ান অয়েল-এর পশ্চিমবঙ্গ রাজ্য দপ্তরের চিফ জেনারেল ম্যানেজার তথা রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলির রাজ্য পর্যায়ের কোঅর্ডিনেটর অমিতাভ মজুমদার বলেন, ‘২০১৪ সালে রাজ্যে এলপিজি-র আওতায় ছিল

3 stocks recomended

রাজ্যে LPG গ্রাহক সংখ্যা কত জানেন?

কলকাতা: বর্তমানে পশ্চিমবঙ্গে মোট এলপিজি গ্রাহকের সংখ্যা ১ কোটি ৯৫ লক্ষ। গত মাসের শেষে রাজ্যের মোট জনসংখ্যার ৮৮.১ শতাংশ এলপিজি-র আওতায় চলে এসেছেন, ২০১৪ সালে যা ছিল ৪০.৫ শতাংশ।

কলকাতায় ইন্ডিয়ান অয়েল-এর পশ্চিমবঙ্গ রাজ্য দপ্তরের চিফ জেনারেল ম্যানেজার তথা রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলির রাজ্য পর্যায়ের কোঅর্ডিনেটর অমিতাভ মজুমদার বলেন, ‘২০১৪ সালে রাজ্যে এলপিজি-র আওতায় ছিল মোট জনসংখ্যার ৪০.৫ শতাংশ মানুষ। এলপিজি গ্রাহকের সংখ্যা ছিল ৮৬ লক্ষ ৬৪ হাজার। সেটাই এখন বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯৫ লক্ষ, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। রাজ্যের জনসংখ্যার ৮৮.১ শতাংশ এখন এলপিজি ব্যবহার করেন।’

তিনি জানান, রাজ্যের ১০০ শতাংশ পরিবারকে এলপিজির আওতায় আনতে বিশেষ উদ্যোগ তেল বিপণনকারী সংস্থাগুলি। গত সাড়ে চার বছরে সারা দেশে নতুন ১২ কোটি ১০ লক্ষ এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। তার মধ্যে ৬ কোটি সংযোগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায়। ২০১৬ সালের মে মাসে সারা দেশে আট কোটি পরিবারকে গ্যাস সংযোগ দেওয়ার লক্ষ্যে ১২,৮০০ কোটি টাকার এই প্রকল্প শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =