মোদির আমলে দেশের কোটিপতিদের দৈনিক আয় কত জানেন? জানলে চমকে উঠবেন

নয়াদিল্লি: মোদির আমলেই (২০১৮) দেশের কোটিপতিদের রোজগার বেড়েছে প্রায় কয়েক গুন৷ হিসেব বলছে, এই বৃদ্ধির পরিমাণ প্রতিদিন ২ হাজার ২০০ কোটি টাকা৷ আর তাঁদের মধ্যে সবচেয়ে বিত্তবান ১ শতাংশ মানুষের অর্থ সম্পদ বাড়েছে ৩৯ শতাংশ৷ আর্থিক সূচকের নিচের দিকে থাকা মানুষের রোজগার বেড়েছে ৩ শতাংশ হারে৷ অক্সফামের সমীক্ষায় সোমবার উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ৷ সমীক্ষা

3 stocks recomended

মোদির আমলে দেশের কোটিপতিদের দৈনিক আয় কত জানেন? জানলে চমকে উঠবেন

নয়াদিল্লি: মোদির আমলেই (২০১৮) দেশের কোটিপতিদের রোজগার বেড়েছে প্রায় কয়েক গুন৷ হিসেব বলছে, এই বৃদ্ধির পরিমাণ প্রতিদিন ২ হাজার ২০০ কোটি টাকা৷ আর তাঁদের মধ্যে সবচেয়ে বিত্তবান ১ শতাংশ মানুষের অর্থ সম্পদ বাড়েছে ৩৯ শতাংশ৷ আর্থিক সূচকের নিচের দিকে থাকা মানুষের রোজগার বেড়েছে ৩ শতাংশ হারে৷ অক্সফামের সমীক্ষায় সোমবার উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ৷

সমীক্ষা রিপোর্ট বলছে, গোটা দেশে বিত্তবান মানুষদের সম্পদ প্রতিদিন ১২ শতাংশ হিসেবে ২.৫ বিলিয়ন করে বেড়েছে৷ আর এই সময়ের মধ্যে বিশ্বের গরিব মানুষদের সম্পদ কমেছে ১১ শতাংশ৷  দেশের সবচেয়ে গরিব মানুষের সংখ্যা ১৩. ৬ কোটি যা মোট জনসংখ্যার ১০ শতাংশ৷ ২০০৪ সাল থেকে এই অংশের বাসিন্দারা ঋণে জর্জরিত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ দেশের মোট সম্পদের ৭৭.৪ শতাংশ আছে ১০ শতাংশ মানুষের হাতে৷ এর মধ্যে ১ শতাংশ মানুষের হাতেই রয়েছে মোট সম্পদের ৫১.৫৩ শতাংশ সম্পদ৷ আর দেশের মোট সম্পদের মাত্র ৪.৮ শতাংশ রয়েছে ৬০ শতাংশ মানুষের হাতে৷ গোটা বিশ্বের নিরিখেও বেশ কিছু চমকপ্রদ তথ্য দেওয়া হয়েছে রিপোর্টে৷ এখন বিশ্বের সবচেয়ে বিত্তবান মানুষের নাম জেফ বেজস৷ অ্যামাজনের মালিকের সম্পদ বেড়েছে ১১২ বিলিয়ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =