অর্থমন্ত্রী হিসাবে কতবার বাজেট পেশ করেছেন অরুণ জেটলি?

নয়াদিল্লি: প্রয়াত কেন্দ্রীয় প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তাঁর প্রয়াণে দেশের অর্থনীতিতে গভীর শূন্যতা দেখা দিয়েছে৷ কারণ, তিনি একাধারে যেমন ছিলেন বিশিষ্ট অর্থনীতিবীদ, তেমনি ছিলেন দক্ষ আইনজীবী৷ ছিলেন সুবক্তা৷ পোড় খাওয়া রাজনীতিবিদও বটে৷ কিন্তু, জানেন অরুণ জেটলি অর্থমন্ত্রী হিসেবে কতবার বাজেট পেশ করেছেন? স্বাধীনতার পর দেশে মোট ২৫ জন অর্থমন্ত্রী অর্থমন্ত্রকের পদ সামলেছেন৷ এই ২৫ জনের

3 stocks recomended

অর্থমন্ত্রী হিসাবে কতবার বাজেট পেশ করেছেন অরুণ জেটলি?

নয়াদিল্লি: প্রয়াত কেন্দ্রীয় প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তাঁর প্রয়াণে দেশের অর্থনীতিতে গভীর শূন্যতা দেখা দিয়েছে৷ কারণ, তিনি একাধারে যেমন ছিলেন বিশিষ্ট অর্থনীতিবীদ, তেমনি ছিলেন দক্ষ আইনজীবী৷ ছিলেন সুবক্তা৷ পোড় খাওয়া রাজনীতিবিদও বটে৷ কিন্তু, জানেন অরুণ জেটলি অর্থমন্ত্রী হিসেবে কতবার বাজেট পেশ করেছেন?

স্বাধীনতার পর দেশে মোট ২৫ জন অর্থমন্ত্রী অর্থমন্ত্রকের পদ সামলেছেন৷ এই ২৫ জনের মধ্যে রেকর্ড করে রেকর্ড করেছেন মোরারজি দেশাই৷ তিনি সব থেকে বেশি ১০বার অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছিলেন৷ মোরারজি দেশাইয়ের পর রয়েছেন ৮ বার বাজেট পেশ করেছেন পি চিদাম্বরম৷ এর পরেই নাম রয়েছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের৷ সাতবার বাজেট পেশ করেছেন প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন যশোবন্ত সিনহা, ওয়াইবি চৌহান এবং সিডি দেশমুখ৷

ছ’বার বাজেট পেশ করেছেন মনমোহন সিং ও টিটি কৃষ্ণমাচারি৷ এরপর ৫ বার বাজেট পেশ করেছেন অরুণ জেটলি৷ মোদি সরকারের প্রথম দফায় পাঁচ বছরের ছ’বার বাজেট পেশ হয়৷ শেষ বাজেটে অরুণ জেটলি অসুস্থ থাকায় তাঁর পরিবর্তে অন্তর্বর্তী বাজেট পেশ করেন পীযূষ গোয়েল৷ এরপর তিন বার বাজেট পেশ করেন আর ভেঙ্কটরমন, এইচএম প্যাটেল৷ দু’বার বাজেট পেশ করেছেন যশোবন্ত সিং, ভিপি সিং, সি সুব্রামনিয়ম, জন মাথাই ও আরকে শানমুখম চেট্টি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =