২০১১-১৭ অর্থবর্ষে শিল্প-বাণিজ্যে কতটা এগিয়েছে বাংলা? তথ্য শিল্প দপ্তরের

কলকাতা: ২০১১-১৭ অর্থবর্ষে শিল্প কতটা এগিয়েছে বাংলা? তথ্য জানাল শিল্প দপ্তর৷ রাজ্য সরকারের শিল্প দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১০-১১ অর্থবর্ষে শিল্প পরিকাঠামোতে বিনিয়োগ ছিল ২৩৪ কোটি টাকা যা ২০১৬-১৭ তে বেড়ে হয়েছে ৯৮৯ কোটি টাকা এবং এই ছ’বছরে মোট বিনিয়োগ হয়েছে ৩৬০২.৫৩ কোটি টাকা। ২০১৭-১৮ সালে যেখানে সারা দেশের শিল্প বৃদ্ধির হার ছিল ৫.৫৪ শতাংশ, সেখানে

imagesmissing

২০১১-১৭ অর্থবর্ষে শিল্প-বাণিজ্যে কতটা এগিয়েছে বাংলা? তথ্য শিল্প দপ্তরের

কলকাতা:  ২০১১-১৭ অর্থবর্ষে শিল্প কতটা এগিয়েছে বাংলা? তথ্য জানাল শিল্প দপ্তর৷ রাজ্য সরকারের শিল্প দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১০-১১ অর্থবর্ষে শিল্প পরিকাঠামোতে বিনিয়োগ ছিল ২৩৪ কোটি টাকা যা ২০১৬-১৭ তে বেড়ে হয়েছে ৯৮৯ কোটি টাকা এবং এই ছ’বছরে মোট বিনিয়োগ হয়েছে ৩৬০২.৫৩ কোটি টাকা। ২০১৭-১৮ সালে যেখানে সারা দেশের শিল্প বৃদ্ধির হার ছিল ৫.৫৪ শতাংশ, সেখানে রাজ্যের শিল্প ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ১৬.২৯ শতাংশ, প্রায় তিঙগুণ।

নীতি: সরকারের বাণিজ্যমুখী এবং উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে রাজ্য ব্যাবসার সহজীকরনে শীর্ষে পৌঁছেছে। শিল্প সাথী প্রকল্পে এক জানলা ব্যবস্থার মাধ্যমে সব ধরণের শিল্পকে সাহায্য করা হচ্ছে। বাংলাই একমাত্র রাজ্য যারা কেন্দ্র সরকারের বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান ২০১৭ পুরোপুরি বাস্তবায়িত করেছে। এখন পর্যন্ত মোট ৯৪৮৫৬৮.৭৭ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব গৃহীত হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। এই সাফল্য ‘বেঙ্গল মিন্স বিজনেস’ শিরোনামকে যথার্থতা প্রদান করে। রাজ্য সরকার গত সাত বছরে বাংলায় বাণিজ্যিক বাতাবরণ তৈরি করতে সক্ষম হয়েছে৷ ওয়েস্ট বেঙ্গল স্টেট সাপোর্ট ফর ইন্ডাস্ট্রিস স্কীম ২০১৩, ডিজাইন পলিসি ২০১৬, স্টার্ট আপ পলিসি ২০১৬, এক্সপোর্ট প্রোমোশন পলিসি ২০১৮, লজিস্টিক্স পার্ক ডেভেলপমেন্ট প্রোমোশন পলিসি ২০১৮ নেওয়া হয়েছে৷

সাফল্য: রাজ্য সরকার সারা রাজ্যের ব্যবাসার পরিকাঠামো উন্নয়নও করেছে-

  • ১৮৩৯ কিলোমিটার দীর্ঘ অমৃতসর কলকাতা বাণিজ্যিক করিডোর প্রকল্প পঞ্জাবের লুধিয়ানা থেকে বাংলার ডানকুনি পর্যন্ত বিস্তৃত।
  • ২৪৮৩ একর বিস্তৃত রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার তৈরী করা হচ্ছে।
  • বিভিন্ন জেলায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও উৎকর্ষ কেন্দ্র গড়া হচ্ছে।
  • সরকারি বিনিয়োগে রাজ্যের প্রতি জেলার পার্কগুলির পরিকাঠামো বিশ্বমানের করা হয়েছে।
  • হলদিয়া পেট্রোকেমিক্যালস পুনরুজ্জীবিত করা হয়েছে। এই সংস্থায় ৩০০০ মানুষ কাজ করে।
  • সরকার সরস্বতী প্রেস অধিগ্রহণ করে ৪২৫ কোটি টাকার ব্যবসা করে এবং ৪০ কোটি টাকা লাভ করে।
  • ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য বিধানসভায় জেশপ অ্যান্ড ডানলপ অধিগ্রহণ নীতি পাস করা হয়।
  • ২০১৫-১৬ অর্থবর্ষে সাতটি কয়লাখনির জন্য খনির ঠীকা দেওয়া হয়েছে।
  • গেল এবং জিসিজিএসসিএলের মধ্যে একটি যৌথ উদ্যোগে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন চালু হয়েছে।
  • ডিরেক্টোরেট অফ ফরেন ট্রেডের তথ্য অনুযায়ী ২০১৬-১৭ সালে রপ্তানির পরিমাণ ৫২৮৭৫ কোটি টাকা।
  • গত সাত বছরে যেসব উল্লেখযোগ্য প্রকল্প শুরু হয়েছে, তার মধ্যে কয়েকটি হল আইটিসি-ইন্টিগ্রেটেড ফুড পার্ক, আইটিসি-ইনফোটেক পার্ক, বিএএসএফ ইন্ডিয়া লিমিটেড (জার্মানি), শাপুরজি পালঞ্জি ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *