কলকাতা: কেবল টিভি দেখার জন্য নয়া নিয়ম চালু হয়ে গিয়েছে আগে থেকেই। সেই নিয়ম অনুযায়ী বহু গ্রাহক নিজেদের মতো চ্যানেল পছন্দ করেছেন বা প্ল্যান সাজিয়েছেন। কিন্তু এরই মধ্যে কেবল টিভি দেখার খরচ নিয়ে লুকোচুরি চলছেই। বিশেষত, ক্যাপাসিটি ফি বাবদ যে টাকা নেওয়ার কথা, সেই নিয়মটি একাধিক কেবল সংস্থা বা তার আওতায় থাকা কেবল অপারেটররা গ্রাহকের কাছে খোলসা করছে না।
ওই ক্যাপাসিটি ফি বাবদ যে নিয়ম জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই, তা দর্শকদের কাছে স্পষ্ট করছে না অপারেটররা, এমন অভিযোগ করছেন গ্রাহক। দর্শকের মধ্যে সবচেয়ে বেশি ধোঁয়াশা রাখা হচ্ছে পে চ্যানেলের ক্যাপাসিটি ফি বা চ্যানেল সম্প্রচারের খরচ নিয়ে। একাধিক ডিটিএইচ সংস্থা যেখানে সেই ক্যাপাটিসি ফি কমানোর প্রতিযোগিতায় নেমেছে, সেখানে কেবল অপারেটরদের একাংশ তা নিয়ে জলঘোলা করায় সমস্যায় পড়ছেন গ্রাহকরা।
একবার স্পষ্ট করে নেওয়া যাক, ক্যাপাসিটি ফি সংক্রান্ত কী নির্দেশিকা দিয়েছে ট্রাই। তারা বলছে, ১০০টি স্ট্যান্ডার্ড ডেফিনিশন বা এসডি চ্যানেলের জন্য সর্বোচ্চ মাসে ১৩০ টাকা দিতে হবে গ্রাহককে। এরপর যদি কোনও গ্রাহক পে চ্যানেল নেন, তাহলে তাঁকে প্রতি ২৫টি পে চ্যানেলের জন্য আরও ২০ টাকা ক্যাপাসিটি ফি বাবদ দিতে হবে। পরবর্তী আরও ২৫টি পে চ্যানেলের জন্য ফের ২০ টাকা খরচ করতে হবে গ্রাহককে। কিন্তু যদি কোনও গ্রাহক প্রাথমিকভাবে ১০০টি চ্যানেলের মধ্যে ফ্রি টু এয়ার এবং পে চ্যানেল মিশিয়ে নেন, তাহলে তাঁকে আলাদা করে ২০ টাকা ক্যাপাসিটি ফি বাবদ খরচ মেটানোর কথা নয়। ধরা যাক কোনও গ্রাহক মোট ১০টি পে চ্যানেল দেখবেন বলে স্থির করেছেন। তিনি যদি ৯০টি ফ্রি চ্যানেল এবং ১০টি পে চ্যানেল নেন, তাহলে তাঁর মোট ক্যাপাসিটি ফি দাঁড়াবে সর্বোচ্চ ১৩০ টাকা। আলাদা করে ওই ১০টি পে চ্যানেলের জন্য তাঁকে ২০ টাকার ক্যাপাসিটি ফি দিতে হবে না। তিনি শুধু পে চ্যানেলের জন্য নির্দিষ্ট দাম দিয়েই ক্ষান্ত হবেন।