hot stocks
কলকাতা: ধীরে ধীরে মাথা তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিফটি৷ আজ নিফটি গ্যাপ-আপ খোলার পরও সূচক ছিল বেশ ইতিবাচক৷ আপাতত নিফটির উর্ধ্বমুখী গতি দেখি আশা তৈরি হয়েছে বাজারে৷ বাজার বিশেষজ্ঞদের মত, নিফটি সূচক ১৯৫০০-এর উপরে থাকা পর্যন্ত বুলিশ সেন্টিমেন্ট বজায় থাকবে৷ উপরের দিকে, রেজিস্ট্যান্স রয়েছে ১৯৭০০ থেকে ১৯৮৫০-এর মধ্যে৷ আর এই পরিস্থিতি স্বল্প মেয়াদে রিটার্নের জন্য নজর থাকছে বেশ কিছু স্টকের উপর৷ স্বল্প মেয়াদের জন্য নজর থাকুক তিনটি স্টকে…
TCS: কিনুন| এলটিপি: ৩,৪০৪ টাকা | স্টপ-লস: ৩,৩৩০ টাকা | লক্ষ্য: ৩,৫৫০ টাকা | রিটার্ন: 4 শতাংশ
টাটা কনসালটেন্সি সার্ভিসেস দৈনিক চার্টে ব্রেকআউট দেখা যাচ্ছে৷ এই স্টক স্বল্পমেয়াদী মুভিং এভারেজের উপরে উঠে যাওয়ায় সেন্টিমেন্ট ইতিবাচক বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ৷ টিসিএসের চার্টে RSI বুলিশ ক্রসওভার রয়েছে৷ বাজার বিশেষজ্ঞদের একাংশের অনুমান, স্টকটি সাড়ে ৩ হাজারের কাছাকাছি পৌঁছাতে পারে৷
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ: কিনুন | এলটিপি: ২,৩৫৬ টাকা | স্টপ-লস: ২৩২০ টাকা | লক্ষ্য: ২৪১০ টাকা | রিটার্ন: ২.৩ শতাংশ
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দৈনিক চার্টে নিচের দিক থেকে ব্রেকআউট হচ্ছে৷ বুলিশ ক্রসওভার দেখছেন বাজার বিশেষজ্ঞরা৷ স্বল্পমেয়াদে, ২,৪১০ টাকার দিকে উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে৷ এই মুহূর্তে সাপোর্ট ২,৩২০ টাকার কাছাকাছি রয়েছে৷
এশিয়ান পেইন্টস: কিনুন | এলটিপি: ৩,১১৬ টাকা | স্টপ-লস: ৩,০৪৮ টাকা | লক্ষ্য: ৩,৩৩০ টাকা | রিটার্ন: ৭ শতাংশ
স্টকটি বর্তমানে দৈনিক চার্টে কাপ এবং হ্যান্ডেল প্যাটার্নের সঙ্গে ব্রেকআউট ট্রেড লক্ষ্য করা গিয়েছে৷ এই ব্রেকআউটটি ট্রেডিং ভলিউম বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্টকটিতে ইতিবাচক গতির ইঙ্গিত পাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা৷ RSI অনুযায়ী বর্তমান স্তর থেকে কেনার সুযোগ রয়েছে৷ গত ৪ দিন ধরে দৈনিক চার্টে ২১-দিনের সাধারণ মুভিং অ্যাভারেজ (DMA) এর উপরে রয়েছে৷ বর্তমান প্যাটার্ন অনুসারে, ৩,৩৩০ টাকার কাছাকাছি স্তরে এই স্টক পৌঁছানোর প্রত্যাশা রয়েছে৷ ঝুঁকি দিক থেকে দেখতে হলে, এই স্টকের স্টপ-লস হতে পারে ৩,০৪৮ টাকার কাছাকাছি৷ ৩,১১০ টাকায় ভাল এন্ট্রি পয়েন্ট হতে পারে বলে মত বাজার বিশেষজ্ঞদের একাংশের৷
তবে অবশ্যই মনে রাখতে হবে, বাজারে বিনিয়োগের আগে বাজার সম্পর্ক ধারণা থাকা জরুরি৷ মনে রাখা জরুরি, শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে অবশ্যই টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ঝুঁকির দিক বিবেচনা করেই হবে৷ ট্রেডিং করার আগে প্রয়োজনে স্টক মার্কেট বিশেষজ্ঞদের পরামর্শ নিন৷ এছাড়াও LIVE শেয়ার বাজারে শিক্ষামূলক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আপনিও৷ ট্রেডিং দক্ষতা বাড়াতে যুক্ত হতে পারেন PREMIUM Options Calls – Nifty & Bank Nifty Calls – Index Options Trading— এই টেলিগ্রাম চ্যানেলে৷ https://t.me/NiftyBankNiftyIndexOptionsCalls