SBI থেকে হোম লোন নেবেন! মাসে মাসে কত EMI?

কলকাতা: SBI থেকে ৩০ বছরের জন্য ৪০ লক্ষ টাকার হোম লোন নেবেন? কত ইএমআই হবে জানেন? হোম লোনের উপরে স্টেট ব্যাঙ্ক বর্তমানে ৯.১৫ শতাংশ থেকে…

কলকাতা: SBI থেকে ৩০ বছরের জন্য ৪০ লক্ষ টাকার হোম লোন নেবেন? কত ইএমআই হবে জানেন? হোম লোনের উপরে স্টেট ব্যাঙ্ক বর্তমানে ৯.১৫ শতাংশ থেকে ৯.৬৫ শতাংশ সুদ নিচ্ছে। এই সুদের হার অবশ্যই গ্রাহকদের সিভিল স্কোরের উপর নির্ভর করছে৷ আপনার সিভিল স্কোর ৭৫০ বা তার বেশি হলে আপনাকে ৯.১৫ শতাংশ সুদ দিতে হবে ৷ সিভিল স্কোর ৫৫০ থেকে ৬৪৯ হলে ৯.৬৫ শতাংশ সুদ দিতে হবে৷ সেই হিসেবে যদি ধরা হয় এসবিআই থেকে ৯.১৫ শতাংশ হিসেবে ৪০ লক্ষ টাকার হোম লোন নেওয়া হবে, আপনাকে ৩৩৯৮০ টাকা ইএমআই দিতে হবে৷ একই হিসেবে আপনি ৪০ লক্ষ টাকার লোন ৩০ বছরের জন্য নিলে আপনাকে ৩২৬১৮ টাকা ইএমআই দিতে হবে। আর এই সুদের হারে ৫০ লক্ষ টাকার হোম লোন ৩০ বছরের জন্য নিলে ৪০,৭৭২ টাকা ইএমআই দিতে হয়। তাই জেনে বুঝে লোন নিন। সিভিল স্কোর ঠিক রাখুন। আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।