উৎসবের মাসে ১১ দিন ছুটি ব্যাংকে, চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা

কলকাতা: চলতি অক্টোবরে ১১দিন বন্ধ থাকছে ব্যাংক৷ উৎসবের মাসে সমস্যা হতে পারে গ্রাহকদের৷ ফলে গ্রাহকদের ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শ, হয়রানি এড়াতে প্রয়োজনে টাকা আগে থেকে তুলে রাখুন৷ সে ক্ষেত্রে কেবল এটিএমের উপর ভরসা করতে হবে না৷ এবার অক্টোবরেই পড়ছে সবস্ত অনুষ্ঠান৷ এই মাসে রয়েছে ভাইফোঁটা৷ ফলে, হাতে টাকা রাখতেই হবে৷ অক্টোবর মাস ৩১ দিনের হলেও ছুটি

3 stocks recomended

উৎসবের মাসে ১১ দিন ছুটি ব্যাংকে, চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা

কলকাতা: চলতি অক্টোবরে ১১দিন বন্ধ থাকছে ব্যাংক৷ উৎসবের মাসে সমস্যা হতে পারে গ্রাহকদের৷ ফলে গ্রাহকদের ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শ, হয়রানি এড়াতে প্রয়োজনে টাকা আগে থেকে তুলে রাখুন৷ সে ক্ষেত্রে কেবল এটিএমের উপর ভরসা করতে হবে না৷

এবার অক্টোবরেই পড়ছে সবস্ত অনুষ্ঠান৷ এই মাসে রয়েছে ভাইফোঁটা৷ ফলে, হাতে টাকা রাখতেই হবে৷ অক্টোবর মাস ৩১ দিনের হলেও ছুটি বাদ দিলে ব্যাংক দেখা যাবে মাত্র ২০ দিন৷ আজ বুধবার গান্ধী জয়ন্তী, ৬ তারিখ রবিবার৷ ৭ ও ৮ তারিখ শারদ উৎসবের ছুটি৷ ১২-১৩ তারিখ মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার হয় বন্ধ থাকবে ব্যাংক৷ ২০ অক্টোবর রবিবার৷ ২৬-২৭ অক্টোবর মাসের চতুর্থ শনিবার ও রবিবার৷ বন্ধ থাকবে৷

ফের ২৮-২৯ তারিখ দীপাবলি ও ভাইভোঁটার জন্য পরপর দু’দিন ব্যাংক বন্ধ থাকবে৷ ছুটি দীর্ঘ হওয়ায় ব্যাংক গ্রাহকদের আগাম সতর্ক করতে চাইছে কর্তৃপক্ষ৷ উৎসবের দিনগুলিতে এমনিতেই চাপ বেশি থাকে এটিএমে৷ ব্যাংক ছুটি থাকলে আরও চাপ বাড়ে ঝঞ্ঝাট৷ ফলে, ঝঞ্ঝাট এড়াতে এটিএমের উপর ভরসা না করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে রাখাই ভাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 10 =