সুইৎজারল্যান্ডের ব্যাঙ্ক থেকে বাজেয়াপ্ত ২৬০০ কোটি! দাবি খারিজ আদানির

নয়াদিল্লি: হিন্ডেলবার্গ রিসার্চের রিপোর্টে ফের শোরগোল৷ সুইৎজারল্যান্ডের সংবাদমাধ্যমের খবর উদ্ধৃত করে আমেরিকার শেয়ার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ দাবি, সুইজারল্যান্ডের ছটি ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা আদানি গোষ্ঠীর…

H adani

নয়াদিল্লি: হিন্ডেলবার্গ রিসার্চের রিপোর্টে ফের শোরগোল৷ সুইৎজারল্যান্ডের সংবাদমাধ্যমের খবর উদ্ধৃত করে আমেরিকার শেয়ার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ দাবি, সুইজারল্যান্ডের ছটি ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা আদানি গোষ্ঠীর ৩১ কোটি ডলার বাজেয়াপ্ত করেছে সে দেশের কর্তৃপক্ষ৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬০০ কোটি টাকা৷ হিন্ডেনবার্গের এই রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও মার্কিন শর্ট সেলার সংস্থার এই দাবি খারিজ করে দিয়েছে আদানি গোষ্ঠী।

বিবৃতি আদানি গোষ্ঠীর

হিন্ডেলবার্দের দাবি খারিজ করে শুক্রবার গৌতম আদানির সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ‘‘সুইস আদালতে আমাদের কোনও মামলা নেই। আমাদের সংস্থার কোনও অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়নি।’’ হিন্ডেবার্গের দাবি ছিল, ২০২১ সালে বেআইনি ভাবে শেয়ার ও আর্থিক লেনদেন সংক্রান্ত একটি তদন্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ করেছে সুইস কর্তৃপক্ষ।

 

হিন্ডেলবার্গের দাবি

হিন্ডেলবার্গের দাবি, আদানির গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত এক ব্যক্তি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, মরিশাস এবং বারমুডার আর্থিক সংস্থায় পুঁজি বিনিয়োগ করেছিল। সেই সংস্থাগুলি প্রায় পুরো টাকাই আদানি গোষ্ঠীর সংস্থাগুলিতে ঢেলে দিয়েছিল। সেই ব্যক্তির অ্যাকাউন্টই বাজেয়াপ্ত করেছে সুইস কর্তৃপক্ষ৷

আরও পড়ুন-

পুজোর আগে ফের বাড়ল সোনার দাম

দীপাবলিতেই বড় উপহার!

এবার অন্তর্বাস তৈরি করবে রিলায়েন্স! 

 

Business- Hindenburg Research’s report claims Swiss authorities seized $31 million from Adani Group’s accounts in six Swiss banks. Adani Group denies the allegations, stating no accounts were seized. The report has caused a stir in financial circles.