কলকাতা: বর্ষা এসেছে৷ কিন্তু, দেখে নেই বৃষ্টির৷ আর তার জেরেই এবার বাঙালির পাতে ইলিশের হাহাকারের আশঙ্কা৷ লাফিয়ে বাড়তে পারে দাম৷ চলতি বছর ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা পর শুরু হয়েছে ইলিশ শিকার৷ ইলিশ ধরতে কয়েকটি ট্রলার সমুদ্রেও রওয়ান হয়েছে৷ কিন্তু, লাগাতার চেষ্টা করেও নিরাশ হয়ে ফিরল মৎস্যজীবীদের ট্রলার৷
কিন্তু, কেন এই পরিস্থিতি? মৎস্যজীবীরা জানিয়েছেন,বর্ষার অভাবে ইলিশ জালে আসছে না৷ প্রথম বর্ষার বৃষ্টিতে ঝাঁকেঝাঁকে ইলিশ ঢুকে পরে মোহনায়৷ কিন্তু বৃষ্টি না হওয়ায় প্রথম অভিযানেই নিরাশ মৎসজীবীরা৷ বর্ষার বৃষ্টির অভাবে প্রথম ইলিশ অভিযানেই বড়সড় ক্ষতির মুখে মৎসজীবীরা৷ কারণ, ট্রলার নামাতে দু’লক্ষ টাকা খরচ হয় মৎসজীবীদের৷ কিন্তু, খরচের তুলান ইলিশ না মেলায় চূড়ান্ত ক্ষতির মুখোমুখি কাকদ্বীপ থেকে শুরু করে নামখানা, ডায়মন্ড হারবার থেকে বকখালি, সাগরদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি এলাকার মৎস্যজীবীদের একাংশ৷ এবার বর্ষা ভাল না হওয়ায় প্রথম ট্রিপে বড়সড় খতির মুখে ব্যবসায়ী থেকে মৎসজীবীদের একাংশের৷ ফলে, পরিস্থিতি যা, তাতে বৃষ্টি না হলে বাঙালির পাতে এবার ইলিশের হাহাকারের হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷