১২ দিনে ১০০ শতাংশ রিটার্ন! তারপরেই কপাল পুড়ল লগ্নিকারীদের

Heritage Food stock price fall ১২ দিনে ১০০ শতাংশ রিটার্ন কিন্তু 48 ঘণ্টায় পকেট ফাঁকা! মাত্র ৪৮ ঘণ্টায় প্রায় ১০ শতাংশ নেমেছে স্টকটির গ্রাফ। যা…

Heritage Food stock price fall

Heritage Food stock price fall

১২ দিনে ১০০ শতাংশ রিটার্ন কিন্তু 48 ঘণ্টায় পকেট ফাঁকা! মাত্র ৪৮ ঘণ্টায় প্রায় ১০ শতাংশ নেমেছে স্টকটির গ্রাফ। যা নিমেষে কেড়ে নিয়েছে লগ্নিকারীদের মুখের হাসি। চলতি মাসের গোড়ায় বুলিশ ট্রেন্ড থাকায় রাতারাতি খবরের শিরোনামে চলে আসে ‘হেরিটেজ ফুডস’। গত ১০ জুন রেকর্ড উচ্চতায় উঠেছিল দক্ষিণী কোম্পানিটির স্টকের দাম। ওই দিন ৭২৭.৯০ টাকায় লেনদেন হচ্ছিল ডেয়ারি সংস্থাটির শেয়ার। প্রায় ১০ শতাংশ বেশি ছিল এর গ্রাফ।

১১ জুন থেকে হেরিটেজ ফুডসের স্টকে যেন লাগে কুপ্রভাব। লাফিয়ে লাফিয়ে পড়তে শুরু করে এর দাম।  ১২ জুন  দুপুর 3টে নাগাদ ৬২৭.৩০ টাকায় নেমে যায় দর। এদিন ৫ শতাংশ নিম্নমুখী ছিল এর গ্রাফ। মঙ্গলবারও ৫ শতাংশ পড়েছিল শেয়ারটির দাম। হেরিটেজ ফুডসের সঙ্গে সরাসরি যোগ রয়েছে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলগু দেশম পার্টি (টিডিপি) সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডুর। (Heritage Food)

তিনি এই ডেয়ারি কোম্পানিটির অন্যতম প্রতিষ্ঠাতা। টিডিপি সুপ্রিমো ক্ষমতায় ফিরতেই হেরিটেজ ফুডসের শেয়ারের গ্রাফ রকেট গতিতে উপরের দিকে ছুটতে শুরু করে। ফলে ২-৩ দিনের মধ্যেই ১২০০ কোটি টাকা বেড়ে যায় নাইডু পরিবারের সম্পত্তির পরিমাণ।

আরও পড়ুন

মাত্র ৫ দিনে চন্দ্রবাবুর স্ত্রী ও ছেলের সম্পদ বাড়ল ৮২২ কোটি টাকা!

১ বছরে ২০০ % রিটার্ন! নয়া মোদী সরকারের এফেক্ট নাকি?

৫ দিনে ৫৪ শতাংশ বাড়ল স্টক! কিনবেন নাকি?

দুর্দান্ত রিটার্ন! ৩০ জুনের আগেই ইনভেস্ট করুন

Business: Heritage Food stock price fall. Heritage Food’s stock price experienced a significant fall, causing concern among investors.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *