HDFC Bank Share Price: নববর্ষে লাফিয়ে বাড়ল HDFC-এর শেয়ার!

HDFC Bank share price কলকাতা: নববর্ষের সকালে লাফিয়ে বাড়ল এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম৷ প্রায় ৩ শতাংশ গ্যাপআপ খুলে এই মুহূর্তে এইচডিএফসি ব্যাঙ্ক ট্রেড করছে ১৮৭০টাকার…

HDFC Bank Share Price

HDFC Bank share price

কলকাতা: নববর্ষের সকালে লাফিয়ে বাড়ল এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম৷ প্রায় ৩ শতাংশ গ্যাপআপ খুলে এই মুহূর্তে এইচডিএফসি ব্যাঙ্ক ট্রেড করছে ১৮৭০টাকার (১১:১৭AM) কাছাকাছি৷ প্রায় লাইফটাইম হাইয়ের কাছে দাঁড়িয়ে আছে এই বেসরকারি ব্যাঙ্কের শেয়ার সূচক৷ কিন্তু হঠাৎ কেন লাফিয়ে বাড়ল ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের শেয়ার সূচক?

Bank’s shares jumped

সংবাদ সংস্থা সূত্রে খবর, এইচডিএফসি ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার কমিয়েছে৷ ৫০ লক্ষ টাকার কম আমানতের ক্ষেত্রে সুদের হার কমানো হয়েছে৷ এর ফলে এপ্রিলের ১৫ তারিখে ব্যাঙ্কটির শেয়ারের দাম ৩ শতাংশ বেড়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) তাদের সর্বশেষ আর্থিক নীতি বৈঠকের পর পলিসি রেট কমানোর প্রেক্ষিতে, এইচডিএফসি ব্যাঙ্ক ১২ এপ্রিল থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত আমানতের উপর সেভিংস অ্যাকাউন্টের সুদের হার ৩ শতাংশ থেকে কমিয়ে ২.৭৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাঙ্কের এই সিদ্ধান্ত মনে ধরেছে বিনিয়োগকারীদের৷

HDFC Bank share price

Savings account interest

নববর্ষের সকালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) ব্যাঙ্কটির প্রতিটি শেয়ারের মূল্য ৩.৫ শতাংশ বেড়ে ১৮৭০.৩ টাকায় দাঁড়ায়৷ ব্যাঙ্কটি সর্বশেষ ২০২০ সালের জুন মাসে কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় ৫০ লাখ আমানতে জন্য সুদের হার কমিয়েছিল৷ এইচডিএফসি ব্যাঙ্ক গত ১৪ বছরে তাদের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার বাড়ায়নি, কারণ গ্রাহকরা লেনদেনের জন্য ব্যবহৃত সেভিংস অ্যাকাউন্টের পরিবর্তে অতিরিক্ত অর্থ রাখার জন্য ফিক্সড ডিপোজিট বেশি পছন্দ করেন। আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা গোল্ডম্যান স্যাকসের মতে, এই পদক্ষেপ আমানত বৃদ্ধিতে আত্মবিশ্বাস এবং আরবিআইয়ের অবস্থানের সাথে সঙ্গতিপূর্ণ। তাছাড়া, সম্ভাব্য সুদের হার কমানোর পরিস্থিতিতে ব্যাঙ্কটির লাভের উপর চাপ কমার সম্ভাবনা রয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটি ৯ এপ্রিল রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫ শতাংশ থেকে ৬ শতাংশ করেছে৷ এরপরই সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। সিদ্ধান্ত কার্যকর হতেই সকাল থেকে লাফিয়ে বেড়েছে শেয়ারের মূল্য।

Nifty 50 index

কিন্তু এই পরিস্থিতিতে এখনই কি এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার কেনা ঠিক হবে? উত্তর লুকিয়ে ব্যাঙ্কের অভ্যন্তরীণ তথ্যের অন্দরে। এইচডিএফসির চার্ট প্যাটান বলছে, স্টকটি এখন লাইফ টাইম হাইয়ের দিকে রয়েছে। ফলে, উপর দিক থেকে স্টক কিনলে ঝুকি বেশি থেকে যায় বলে মনে করেন অনেকে। আবার অনেকেই সুইং ট্রেডের জন্য ট্রেন্ডিং স্টক খোঁজেন। সেক্ষেত্রে এই মুহূর্তে কিছুটা ট্রেন্ডে আছে এইচডিএফসি৷ তবে অনেকেই আবার লাইফ টাইম হাইয়ের ব্রেকআউটের জন্য অপেক্ষা করছেন৷ অন্যদিকে এইচডিএফসির ফান্ডামেন্টাল ডেটা লোভনীয় হয়ে উঠেছে৷ কেন লোভনীয় হয়ে উঠেছে এইচডিএফসির ফান্ডামেন্টাল ডেটা? শেয়ার মার্কেট সংক্রান্ত সমস্ত খবর বিস্তারিত ও সঠিক তথ্য জানতে নজর রাখতেই হবে আজ বিকেল’-এর পাতায়৷

 

১৩,৫০০ কোটির প্রতারণা: কীভাবে ব্যাঙ্কিং ব্যবস্থার চোখে ধুলো দিলেন নীরব-মেহুল?

নতুন বছরে বাজেট ফোনের বাজিমাত! কতটা সফল Infinix Note 50x?

“উড়িয়ে দেব গাড়ি”—সলমনকে সরাসরি হুমকি, তৎপর পুলিশ

তাহাউর রানার কি ফাঁসি হবে? জল্পনা শুরু, আসরে হিন্দু সেনা

AI-চালিত IVF-এ বিশ্বে প্রথমবার জীবন পেল এক প্রাণ