এই ব্যাঙ্কে মিলছে দারুণ সুদ! স্থায়ী আমানতে বড় লাভ প্রবীণদের

এই ব্যাঙ্কে মিলছে দারুণ সুদ! স্থায়ী আমানতে বড় লাভ প্রবীণদের

3 stocks recomended

hdfc bank interest

কলকাতা: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই এবং বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমের ব্যবস্থা করেছে৷ এইচডিএফসি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে চালু করেছে সিনিয়র সিটিজেন কেয়ার এফডি৷ এই ব্যাঙ্ক ৬০ বছরের বেশি বয়সীদের জন্য এমন একটি স্কিম নিয়ে এসেছে যার নাম সিনিয়র সিটিজেন কেয়ার এফডি। ২০২০ সাল থেকে এই ব্যাঙ্কে চলছে এই বিশেষ প্রকল্প। আপনি কি এর ব্যাপারে জানেন?  (hdfc bank interest)

৫ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে ৫ কোটি টাকার কম আমানতের উপর ৭.৭৫ শতাংশ সুদের হার দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। এদিকে ৫ থেকে ১০ বছর মেয়াদের জন্য SBI তে এই প্রকল্পের অধীনে আমানত করতে পারবেন প্রবীণ নাগরিকরা। এই প্রকল্পের অধীনে সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে ০.৫০ শতাংশ বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্কে৷ এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে ব্যাঙ্ক ৫ থেকে ১০ বছরের মেয়াদে ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে স্থায়ী আমানতের উপর, শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 7 =