HDFC, ICICI, SBI-এর FD রেটে বদল, এখন কত সুদ পাবেন গ্রাহকেরা

কলকাতা:  আরও একবার বদলে গেল দেশের বড় ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার। ফিক্সড ডিপোজিটের উপর HDFC, ICICI, SBI কত হারে সুদ দিচ্ছে দেখে…

কলকাতা:  আরও একবার বদলে গেল দেশের বড় ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার। ফিক্সড ডিপোজিটের উপর HDFC, ICICI, SBI কত হারে সুদ দিচ্ছে দেখে নেওয়া যাক-

HDFC ব্যাঙ্কে FD-র সুদের হার-  
স্থায়ী আমানতের উপর সুদের হার বৃদ্ধি করেছে HDFC ব্যাঙ্ক৷ ২ বছর ১১ মাস থেকে ৩ বছর ১১ মাস পর্যন্ত মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৭.৩৫% পর্যন্ত সুদ দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ আগে সুদের হার ছিল ৭.১৫ % ৷  ৪ বছর ৭ মাসের বেশি মেয়াদের জন্যেও ২০ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করে ৭.৪০% পর্যন্ত করা হয়েছে৷

SBI -এর FD রেট-
দেশের বৃহত্তর রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে তাঁর গ্রাহকদের জন্য ৩.৫০% থেকে ৭.০০% পর্যন্ত স্থায়ী আমানতের উপর সুদের হার অফার করছে৷ যা ১৫জুন থেকে কার্যকর হয়েছে৷

এছাড়াও প্রবীণ নাগরিকদের জন্য স্টেট ব্যঙ্ক সমস্ত জমা মেয়াদের জন্য অতিরিক্ত ০.৫০% সুদ দিয়ে থাকে। যা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও প্রযোজ্য৷

ICICI ব্যাঙ্কের FD রেট-
৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের আমানতের উপর ICICI ব্যাঙ্ক ৩% থেকে ৭.২০% পর্যন্ত সুদের হার অফার করে৷

Axis Bank-এর FD রেট-
নয়া সিদ্ধান্তে ৭দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য ৩% থেকে ৭.২০% পর্যন্ত স্থায়ী আমানতের হার অফার করছে Axis Bank৷ ১ জুলাই থেকে নয়া হার কার্যকর হয়েছে৷

 

(মনে রাখবেন : এই প্রতিবেদনে উল্লেখ করা তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। আজ বিকেল ডট কম কখনও কাউকে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। শেয়ার সম্পর্কে এখানে কোনো কল বা টিপ দেওয়া হয় না।)