বিড়লা গ্রুপের চেয়ারম্যান থাকছেন হর্ষবর্ধন লোধা-ই, মান্যতা সুপ্রিম কোর্টে

বিড়লা গ্রুপের চেয়ারম্যান থাকছেন হর্ষবর্ধন লোধা-ই, মান্যতা সুপ্রিম কোর্টে

imagesmissing

 

নয়াদিল্লি:  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণ ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ গত ২২ এপ্রিল হর্ষবর্ধন লোধার বিরুদ্ধে আনা মামনমানীর মামলা খারিজ করে দেয়৷ পাশাপাশি তাঁকে এমপি বিড়লা গ্রুপের চেয়ারম্যান ও ডিরেক্টর হিসাবে স্বীকৃতি দেওয়া হয়৷ বলা হয় চেয়ারম্যান ও ডিরেক্টর হিসাবেই তিনি ইউনিভার্সাল কেবলস লিমিটেড, বিন্ধ্য টেলিলিংকস লিমিটেড এবং বিড়লা কেবল লিমিটেডের কাজ চালিয়ে যেতে পারবেন৷ কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে গিয়েছিলে বিড়লার আইজীবী৷ কিন্ত সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত৷  

আরও পড়ুন- বঙ্গবাসীর জন্য আরও স্পেকট্রাম বরাদ্দ করতে চলেছে জিও

সোমবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ হর্ষবর্ধন লোধাকেই এমপি বিড়লা গ্রুপের চেয়ারম্যান ও ডিরেক্টর হিসাবে মান্যতা দেন৷ কলকাতা হাইকোর্টে লোধার বাকি আবেদনগুলির শুনানিও যাতে দ্রুত হয়, সেই নির্দেশই দিয়েছে সুপ্রিম কোর্ট৷ লোধার আইনজীবী দেবাঞ্জন মণ্ডল জানান, সোমবার হর্ষবর্ধন লোধাকে এমপি বিড়লা গ্রুপের সব কটি কোম্পানির চেয়ারম্যান হিসাবেই মান্যতা দিয়েছে আদালত৷ তিনি বলেন, ‘‘আমরা মক্কেল বরাবরই বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে এসেছে৷ মাধব প্রসাদ বিড়লার আমল থেকে কর্মধারার যে মান, তা নিতে নিজের কাজে বজায় রাখতে পেরেছেন, আজকের রায়ই তার প্রমাণ৷ প্রসঙ্গত, প্রিয়ংবদা বিড়লার আমল থেকে বিড়লা গ্রুপের সঙ্গে রয়েছেন লোধা৷ ২৫ বছর ধরে এমপি বিড়লা গ্রুপের বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত তিনি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *