হাত মেলাল Facebook-Jio, ধৈর্য্য ধরুন, বড় কিছু আসছে!

হাত মেলাল Facebook-Jio, ধৈর্য্য ধরুন, বড় কিছু আসছে!

3 stocks recomended

নয়াদিল্লি: কানাঘুষো ছিলই৷ এবার, তা বাস্তবের আলোয় আলোকিত হল৷ Reliance Jio তে বিনিয়োগ করল ফেসবুক৷ Reliance Telecom এবং Facebook এর মালিক, যথাক্রমে, মুকেশ আম্বানি এবং মার্ক জুকারবার্গ বিবৃতি দিয়ে এই চুক্তির তথ্য জানিয়েছেন বুধবার সকালেই৷

ফেসবুক , জিও-যে ৪৩৫৭৪ কোটি টাকা বিনিয়োগ করেছে৷ যা খবর, মার্ক জুকারবার্গ ৯.৯৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে জিও-র৷ কয়েক সপ্তাহ ধরেই সারা ভারতের বণিক মহলে কানাঘুষো চলছে, ফেসবুকের সঙ্গে যৌথভাবে জিও একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম তৈরি করতে চাইছে৷ অনেকটা চিনের 'We Chat' এর মতই৷ সেখানে, মানুষের সাথে মানুষের যোগাযোগই নয়, থাকবে পণ্য কেন বেচার ব্যবস্থাও৷

বিশেষজ্ঞরা মনে করছেন, ফেসবুক এবং তার মালিকানায় থাকা Whats App , দেশের জিও নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হয়ে ভারতের ই-কোমনার্স এর বাজারে বড়সড় আলোড়ন ফেলতে যাচ্ছে৷ জিও এবং ফেসবুক তাদের নিজেদের বক্তব্য জানিয়েছে, তারা ভারতের বাজারে একযোগে কাজ করবে৷ লক্ষ্য, ভারতের ই-কমার্স বাজার৷ জিও নেটওয়ার্কের রয়েছে জিও মার্ট৷ এই ই-কমার্স ব্যবস্থা Jio App ডাউনলোড করলে পাওয়া যায়৷ মনে করা হচ্ছে, জিও মার্টের হাত ধরেই ভারতে ফেসবুক এবং Whats App যৌথ ভাবে ই-কমার্স শিল্পে প্রবেশ করবে৷ এবার ছোটছোট দোকানদার রাও ফেসবুক-Whats App ব্যবহার করে জিও মার্টের সাহায্যে ব্যাবসা বাড়াতে পারবে৷ জিও গ্রাহক ফেসবুক-whats app গ্রাহকরাও জিও মার্টের মাধ্যমে এই সুযোগ পাবেন৷

Reliance Industries Limited এর chairman এবং MD মুকেশ আম্বানি বলেছেন, “এলাকার ছোটছোট দোকানদার এই সুবিধা পাবেন৷ জিও মার্ট এবং whats app এর মাধ্যমে দেশের ৩ কোটি ছোট ব্যাবসা উপকৃত হবে৷” অন্যদিকে, ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ বলেছেন, ভারতে ৬০ মিলিয়ন ছোট ব্যাবসা রয়েছে৷ তাঁদের জন্য এই সুযোগ দিতে চাই৷”
মনে রাখা প্রয়োজন, পৃথিবীতে ভারতেই সব থেকে বড় বাজার রয়েছে ফেসবুক এবং তাদের নিয়ন্ত্রণাধীন Whats App এর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 19 =