জিএসটির আওতায় আসবে পেট্রোল ও ডিজেল, কমতে পারে দাম!

নয়াদিল্লি: বিজেপিকে টেক্কা দিতে একের পর এক জনমোহিনী প্রতিশ্রুতি দিয়েই চলেছে রাহুল গান্ধি৷ ‘ন্যায়’ প্রকল্প ঘোষণা করা পর রাহুলের নয়া চমক জিএসটি৷ বুধবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, কংগ্রেস ক্ষমতায় এলে পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনবে৷ দ্রব্যমূল্য বৃদ্ধির ওপর রাশ টানতে কংগ্রেস সরকার সর্বশক্তি দিয়ে কাজ করবে বলেও আশ্বাস দেন সোনিয়া পুত্র রাহুল৷

imagesmissing

জিএসটির আওতায় আসবে পেট্রোল ও ডিজেল, কমতে পারে দাম!

নয়াদিল্লি: বিজেপিকে টেক্কা দিতে একের পর এক জনমোহিনী প্রতিশ্রুতি দিয়েই চলেছে রাহুল গান্ধি৷ ‘ন্যায়’ প্রকল্প ঘোষণা করা পর রাহুলের নয়া চমক জিএসটি৷ বুধবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, কংগ্রেস ক্ষমতায় এলে পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনবে৷ দ্রব্যমূল্য বৃদ্ধির ওপর রাশ টানতে কংগ্রেস সরকার সর্বশক্তি দিয়ে কাজ করবে বলেও আশ্বাস দেন সোনিয়া পুত্র রাহুল৷

ফেসবুক পোস্টে রাহুল বলেন, ‘‘সাধারণ মানুষের উপর বোঝা কমাতে কংগ্রেস পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনবে৷ দ্রব্যমূল্যের দাম কমানোর চেষ্টা করবে কংগ্রেস সরকার৷’’  ২০১৭ সালে যখন জিএসটি কার্যকর হয়, তখন থেকে এখনও পর্যন্ত জ্বানানি তেলার দাম জিএসটির আওতার বাইরে রাখা হয়৷ জ্বালানি তেল ছাড়াও মদ ও রিয়েল এস্টেটকে বাইরে রাখা হয়৷ পরে রিয়েল এস্টেটকে জিএসটির তালিকায় আনা হলেও এখনও জিএসটির তালিকায় স্থান পায়নি পেট্রোলিয়াম জাত পণ্য৷

এই মুহূর্তে পেট্রোলিয়াম জাত পণ্যের উপর কেন্দ্র ও রাজ্য কর আদায় করছে৷ কেন্দ্রীয় সরকার লাগু করে আবগারি শুল্ক ও রাজ্য সরকার ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট দিয়ে থেকে৷ এর সঙ্গে যোগ হয় ডিলার কমিশন৷ একাধিক করের মাশুল গুনতে হয় গ্রাহকে৷ উলে, দাম অনেকটাই চড়া হয়ে যায়৷ পেট্রোল ও ডিজেল যদি জিএসটির আওতায় আসে, তাহলে উঠে যাবে আবগারি শুল্ক ও ভ্যাট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *