GST কেলেঙ্কারির পর্দাফাঁস! উধাও ১.২ লক্ষ কোটি টাকা

কলকাতা: এবার সামনে এল কয়েক লক্ষ কোটি টাকার জিএসটি কেলেঙ্কারির অভিযোগ৷ এ কোনও বিরোধীদের তোলা অভিযোগ নয়, খোদ কেন্দ্ৰীয় অর্থ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, গত…

GST 7

কলকাতা: এবার সামনে এল কয়েক লক্ষ কোটি টাকার জিএসটি কেলেঙ্কারির অভিযোগ৷ এ কোনও বিরোধীদের তোলা অভিযোগ নয়, খোদ কেন্দ্ৰীয় অর্থ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, গত ৪ বছর ধরে বিপুল পরিমাণ অর্থ নয়ছয় হয়েছে৷

বিগত প্রায় ৪ বছরে জাল ইনপুট ট্যাক্স ক্রেডিট ব্যবহার করে কমপক্ষে ১.২ লক্ষ কোটি টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে বলে সম্প্রতি খোঁজ পেয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স বা ডিজিজিআই৷ করোনা পরবর্তী ২০২০ সাল থেকে এখন পর্যন্ত এই বিপুল অর্থ রাজকোষে ঢোকেনি।

গোটা ঘটনার পিছনে যে চক্র রয়েছে গোটা দেশে, সেগুলিকে খুঁজে বের করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্ৰীয় অর্থ মন্ত্রক। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট প্রায় ৫৯ হাজার সম্ভাব্য জাল সংস্থার অস্তিত্ব যাচাই করা এবং অনুসন্ধান চালানোর জন্য চিহ্নিত করা হয়েছে। এর সঙ্গে ১৭০ জন ব্যক্তি জড়িত রয়েছে বলেও অনুমান করছে ডিজিজিআই।