৫০০ কোটি টাকার জিএসটি প্রতারণা, ভুয়ো কোম্পানির পর্দাফাঁস

কলকাতা: ১০০ কোটি টাকার জিএসটি প্রতারণার অভিযোগে কলকাতার এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ৷ অশোক আগরওয়াল নামে ওই ব্যক্তি বেনামে একাধিক কোম্পানি খুলে ভুয়ো লেনদেন দেখিয়ে বিপুল পরিমাণ জিএসটি ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ ডিরেক্টর জেনারেল অব গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইন্টেলিজেন্স বা ডিজিজিআইয়ের৷ ৫০০ কোটি টাকার ভুয়ো লেনদেন দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ এর ফলে সরকারের

imagesmissing

৫০০ কোটি টাকার জিএসটি প্রতারণা, ভুয়ো কোম্পানির পর্দাফাঁস

কলকাতা: ১০০ কোটি টাকার জিএসটি প্রতারণার অভিযোগে কলকাতার এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ৷ অশোক আগরওয়াল নামে ওই ব্যক্তি বেনামে একাধিক কোম্পানি খুলে ভুয়ো লেনদেন দেখিয়ে বিপুল পরিমাণ জিএসটি ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ ডিরেক্টর জেনারেল অব গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইন্টেলিজেন্স বা ডিজিজিআইয়ের৷ ৫০০ কোটি টাকার ভুয়ো লেনদেন দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷

এর ফলে সরকারের ১০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর৷ এই টাকা তিনি কোথায় রাখছেন, তা জানতে ওই ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে কী পরিমাণ সম্পত্তি রয়েছে, তা তদন্ত করে দেখছে তারা৷
কেন্দ্রীয় সরকার জিএসটি চালু করার পর রাজস্ব সরকারের ঘরে আসছে কি না, তা দেখার জন্য ডিজিজিআইকে দায়িত্ব দেয়৷ কোন কোন ব্যবসায়ী জিএসটি ফাঁকি দিচ্ছেন, তার উপর নজর রাখছে এই কেন্দ্রীয় সংস্থা৷ খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের জমা দেওয়া কাগজপত্র থেকে শুরু করে ইন ভয়েস চালান৷ আসলে যে কোম্পানির নাম দেখানো হয়েছে, সেগুলি সত্যিই তাঁদের নাকি অন্য কারও নামে খোলা হয়েছে ভুয়ো লেনদেন দেখানোর জন্য, তা যাচাই করাই উদ্দেশ্য এই সংস্থার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *