পেনশনেও এবার ৭৪% বিদেশি বিনিয়োগের দরজা খুলতে চায় কেন্দ্র

পেনশনেও এবার ৭৪% বিদেশি বিনিয়োগের দরজা খুলতে চায় কেন্দ্র

কলকাতা:  সম্প্রতি বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই-এর সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৭৪ শতাংশ করেছে কেন্দ্রীয় সরকার। এ বার পেনশনের ক্ষেত্রেও ৭৪ শতাংশ এফডিআই-এর দরজা খুলে দিতে চাইছে তারা। সংসদের আগামী বাদল অধিবেশনেই এ সংক্রান্ত বিল আনা হবে বলে মনে করা হচ্ছে৷ সে ক্ষেত্রে পিএফআরডিএ (পেনশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ), ২০১৩ আইনটি সংশোধনের প্রস্তাব দিয়ে বিল আনা হতে পারে বলে সূত্রের খবর৷  

আরও পড়ুন- স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর বিজ্ঞপ্তি ভুল! ভোটের সকালে ঘোষণা অর্থমন্ত্রীর

প্রসঙ্গত, ভারতে একাধিক পেনশন তহবিলের দায়িত্ব রয়েছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি৷ যার মধ্যে অন্যতম হল ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস। ২০০৪ সাল থেকে পুরনো পেনশন প্রকল্পের পরিবর্তে ন্যাশনাল পেনশন সিস্টেম  চালু করে কেন্দ্রীয় সরকার৷ ২০০৪ সালের পর থেকে যে সকল সরকারি কর্মী কাজে যোগ দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে এনপিএস বাধ্যতামূলক। জানা গিয়েছে, যে আইনে এই সংস্থা তৈরি হয়েছে, সেই আইনটি বদলানোর চিন্তা ভাবনা করছে কেন্দ্র৷ বর্তমানে সর্বোচ্চ বিদেশি লগ্নির হার ৪৯ শতাংশ৷ এই আইন সংশোধনের মাধ্যমে তা ৭৪ শতাংশ করে দিতে চায় কেন্দ্র৷ পাশাপাশি এনপিএস-কেও পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির থেকে আলাদা করে দিতে চায় কেন্দ্রীয় সরকার। পেনশন নিয়ন্ত্রক সংস্থা নয়, কেন্দ্র চায় এটিকে বোর্ডের আওতায় আনতে৷ এবং এই বোর্ডে সরকারের একটা বড় অংশ থাকবে বলেই জানা যাচ্ছে৷  এর আগে বিমার ক্ষেত্রে  প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ২৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করা হয়েছিল৷ এর ফলে বিদেশি বিনিয়োগ অনেকটাই বৃদ্ধি পায়৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *