ভারতে অনলাইন শপিংয়ের বাজার ধরতে পা বাড়াচ্ছে GOOGLE

মুম্বই: ই-কমার্স সাইটের দখল নিতে পা বাড়াল গুগল৷ ভারতে ব্যবসা বাড়াতে অনলাইন শপিংয়ের নয়া দরজা খুলতে চলেছে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন৷ তবে, দেখতে শপিং সাইট মনে হলে আদতে তা এগ্রিগেটরের কাজ করবে৷ অর্থাৎ ফ্লিপকার্ট, আমাজন, স্ন্যাপ ডিলের মত জনপ্রিয় শপিং সাইটগুলির সঙ্গে গাঁটছড়া বেধে এগ্রিগেট পোর্ট তৈরি কপতে চলেছে গুগল৷ অর্থাৎ, গুগলে কোনও পণ্যের সামগ্রী

3 stocks recomended

ভারতে অনলাইন শপিংয়ের বাজার ধরতে পা বাড়াচ্ছে GOOGLE

মুম্বই: ই-কমার্স সাইটের দখল নিতে পা বাড়াল গুগল৷ ভারতে ব্যবসা বাড়াতে অনলাইন শপিংয়ের নয়া দরজা খুলতে চলেছে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন৷ তবে, দেখতে শপিং সাইট মনে হলে আদতে তা এগ্রিগেটরের কাজ করবে৷ অর্থাৎ ফ্লিপকার্ট, আমাজন, স্ন্যাপ ডিলের মত জনপ্রিয় শপিং সাইটগুলির সঙ্গে গাঁটছড়া বেধে এগ্রিগেট পোর্ট তৈরি কপতে চলেছে গুগল৷ অর্থাৎ, গুগলে কোনও পণ্যের সামগ্রী সার্চ করলে গুগল দেখিয়ে দেবে, কোন সংস্থা কত টাকার বিনিময়ে সেটি বিক্রি করছে৷ পছন্দ হলে গুগলের সাইট থেকেই করা যাবে শপিং৷ অন্যান্য শপিং সাইটগুলির মতোই এই ‘গুগল শপিং’-এ থাকছে ফিল্টার অপশন৷ সেই ফিল্টার অপশন সিলেক্ট করে আপনি দাম এবং রেটিং অনুযায়ী আপনার পছন্দমত জিনিস বাছতে পারবেন৷ এছাড়াও এই মুহূর্তে ট্রেন্ডিং প্রোডাক্ট কি? সেই নিয়েও বিশদ তথ্য থাকবে গুগল শপিং সাইটে৷ হিন্দি ও ইংরেজি এই দুই ভাষায় এই শপিং সাইট দেখা যাবে৷ মোবাইল ও ডেস্কটপে দু’জায়গা থেকেই আপনি শপিং করতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =