কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছিলেন, সাত দিনের মধ্যে বাজার নিয়ন্ত্রণে আনা হবে৷ আর সেই কারণেই বাজারে বাজারে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সেই নির্দেশের পর বাজার পরিদর্শনে বেরিয়ে চূড়ান্ত বিড়ম্বনায় পড়লেন পুরসভার আধিকারিকরা৷
জানা গিয়েছে, আজ সকালে বাজারদর নিয়ন্ত্রণের জন্য পুরসভার আধিকারিক ভিআইপি বাজার সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গায় যান৷ কিন্তু সেখানে গিয়েই ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়তে হয় সরকারি আধিকারিকদের৷ রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া ২১টি অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়৷ রাজ্যের দেওয়া তালিকা মেনে পণ্য বিক্রি করার নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু পাল্টা প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা৷
রাজ্যের তালিকা দেখে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, রাজ্যের দামে কোনোমতেই তাঁরা পণ্য বিক্রি করতে পারবেন না৷ কারণ রাজ্য সরকার নিজে সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনতে পারেন৷ কিন্তু ব্যবসায়ীরা পারেন না৷ ফলে তাদের চড়া দামে পণ্য কিনতে হয়৷ ফলে দাম বাড়িয়ে বিক্রি করতে হয়৷ আর সেই কারণে রাজ্যের দামে পণ্য বিক্রি গেলে ব্যবসা লাটে উঠতে পারে৷
সরকারি আধিকারিকদের সামনেই ব্যবসায়ীদের এই ক্ষোভ ইতিমধ্যেই প্রশ্নচিহ্নের মুখে বাজারদর নিয়ন্ত্রণের উদ্যোগ! আসল সমস্যাটা কোথায়, সেটা যতক্ষণ না পর্যন্ত চিহ্নিত না হবে ততক্ষণ পর্যন্ত আমজনতার নিস্তার নেই বলেই মনে করছে পর্যবেক্ষক মহল৷