নয়াদিল্লি: ফের সাধারণ গ্রাহকদের জন্য সুখবর দিয়ে ঋণের উপর সুদের হার কমাল এসবিআই৷ আর তার জেরে গৃহঋণের মাসিক কিস্তির পরিমাণ বেশ খানিকটা কমতে চলেছে৷
সোমবার এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, ১ বছর মেয়াদের মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট বা MCLR ১০ বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে৷ ফলে, এখন তা দাঁড়িয়েছে ৭.৯০ শতাংশে৷ নতুন সুদের হার ইতিমধ্যেই কার্যকর হয়ে গিয়েছে৷ নয়া এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় চলতি অর্থবর্ষে টানা ৮ বার ঋণের উপর সুদ কমাল এসবিআই৷
যদিও, এর আগে এসবিআইয়ের তরফে সাফ দজানিয়ে দেওয়া হয়, রেপো রেট কমলে সুদের হার কমানো হবে৷ কিন্তু, এবার রেপো রেটের কোনও পরিবর্তন করেনি আরবিআই৷ তা সত্ত্বেও গ্রাহকদের ঋণের উপর সুদের হার কমাল এসবিআই৷ ঋণের উপর সুদ কমলেও আমানতে সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি৷