‘One Nation One Rate’ পলিসির বেনিফিট জানেন?

দিল্লি: দেশ জুড়ে একই দামে বিক্রি হবে সোনা। শীঘ্রই চালু হতে চলেছে ‘One Nation One Rate’ পলিসি। বিষয়টা আসলে কিরকম? আসলে বর্তমানে একেক রাজ্যে সোনার…

দিল্লি: দেশ জুড়ে একই দামে বিক্রি হবে সোনা।

শীঘ্রই চালু হতে চলেছে ‘One Nation One Rate’ পলিসি। বিষয়টা আসলে কিরকম? আসলে বর্তমানে একেক রাজ্যে সোনার দাম একেক রকম। রাজ্য ভেদে কখনও কখনও ২০০ থেকে ৫০০ টাকার ফারাকও হয়ে যায়। এবার এই সমস্যা মিটবে। খুব শীঘ্রই দেশ জুড়ে সোনার এক দাম জারি হতে চলেছে। এই পলিসির নাম দেওয়া হয়েছে ‘ওয়ান নেশন, ওয়ান গোল্ড রেট। অর্থাৎ ‘এক দেশ, এক দাম’। ‘ওয়ান নেশন ওয়ান রেট’ নীতি বাস্তবায়িত হলে সারা দেশে সোনার দর এক হবে। গ্রাহকরা যে কোনও রাজ্যে তাঁদের সোনা বিক্রি করতে পারবেন। গ্রাহক এবং ব্যবসায়ী, সবাই স্বচ্ছ বাজারের সুযোগ পাবেন। জুয়েলার্সদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে।

তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সেপ্টেম্বরের বৈঠকে এই নিয়ে ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।