৪ দিনে প্রায় ২ হাজার টাকা কমল সোনার দাম, লকডাউনে জারি সোনার রেকর্ড

৪ দিনে প্রায় ২ হাজার টাকা কমল সোনার দাম, লকডাউনে জারি সোনার রেকর্ড

3 stocks recomended

কলকাতা: লকডাউন৷ বন্ধ বিয়ে৷ সোনার কেনাবেচাও বন্ধ৷ কিন্তু তাতে কী? থেমে নেই সোনার দাম বৃদ্ধি৷ বৈশাখের প্রখম পর্বে জিএসটি সহ প্রতি ১০ গ্রাম সোমার দাম এখন প্রায় ৫০ হাজার টাকার কাছাকাছি৷ লাগাতার চড়ছে সোনার দাম৷ আজ কিছুটা দাম কমেছে বটে৷ কিন্তু, লকডাউন উঠলে শুরু হবে বিয়ের মরশুম৷ কিন্তু, সোনার দাম যেহারে বাড়ছে, তাতে আগামীদিনে পরিস্থিতি কোন দিকে যাবে, তা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছেন কন্যাদায়গ্রস্ত পিতাদের একাংশ৷ সিঁটিয়ে আছে গ্রামবাংলা৷

কমোডিটি এক্সচেঞ্জ হিসেবে এমসিএক্সে আজ সোমবার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৫,৫৭৫টাকা৷ গত ৪ দিনে সোনার দাম কমেছে প্রায় ২ হাজার টাকার কাছাকাছি৷ গত বৃহস্পতিবার ছিল ৪৭ হাজার টাকা৷ যা সর্বকালীন রেকর্ড৷ রুপোর দামও বেশ চড়া৷ মাত্র .৫৩ শতাংশ কমে রুপোর দাম দাঁড়িয়েছে ৪৩০৩১টাকা প্রতিকেজি৷

কিন্তু, লকডাউনের মধ্যে কেন এত চড়া সোনা, রুপোর দাম? বিশেষজ্ঞরা বলছেন, টাকার দাম ডলারের নিরিখে পড়েই চলেছে৷ আর তার জেরে এদেশে সোনার দাম বাড়ছে৷ একই সঙ্গে দেখা যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও প্রতিদিনই চড়ছে হলুদ ধাতুর দর৷ গোটা বিশ্বে আর্থিক মন্দা তৈরি হওয়ায় অনেকেই এখন শেয়ার বাজারে বদলে সোনায় নিরাপদ বিনিয়োগ হিসেবে মনে করছেন৷ ফলে,সোনার উপর লগ্নিকারীদের নজর যাওয়ায় লাফিয়ে বাড়ছে দাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 3 =