গত ৬ মাসে সর্বোচ্চ, সোনার দাম ‘আকাশছোঁয়া’

গত ৬ মাসে সর্বোচ্চ, সোনার দাম ‘আকাশছোঁয়া’

imagesmissing

কলকাতা: দু’বছর আগে চরচর করে বেড়েছিল হলুদ ধাতুর দাম। ২০২০ সালে ১০ গ্রাম সোনার দাম হয়েছিল প্রায় ৫৬ হাজার টাকা। এবার সেই দাম না টপকালেও শেষ ৬ মাসে সর্বোচ্চ দাম হল এই ধাতুর। জানা গিয়েছে, এদিন সকালে সোনার দর হয়েছে প্রায় সাড়ে ৫৫ হাজার টাকা। আর ১০ গ্রাম প্রতি সোনার দাম প্রায় ৫১ হাজার টাকা। বুধবার গত ৬ মাসে সর্বোচ্চ হল সোনার দর। অবশ্যভাবেই বলা যায় মাথায় হাত মধ্যবিত্তের।

আরও পড়ুন- আসছে বছর কমবে ভারতের GDP, বলছে আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট

হিসেব অনুযায়ী, গত ৬ মাসের রেকর্ড ভেঙে ১ শতাংশ মহার্ঘ্য হয়েছে সোনা। ২০২২ সালের মার্চ মাসে পর থেকে মধ্যবিত্তের কিছুটা হাতের নাগালে থাকলেও শেষ কয়েক মাসে ধীরে ধীরে ধরা-ছোঁয়ার বাইরে চলে যেতে শুরু করে সোনার দাম। ২০২৩ সালে শুরুতে তা কার্যত হাতের বাইরেই চলে গেল। শেষ কয়েক মাস ধরেই মনে করা হচ্ছিল যে সোনার দাম বাড়বে। সেই আশঙ্কাই এবার সত্যি হয়েছে। তবে শুরু সোনা নিয়ে সাধারণের চিন্তা নয়। কপালে হাত রুপোর দাম নিয়েও।

শেষ কয়েক দিনে দাম বেড়েছে রূপোরও। ১ শতাংশ দাম বেড়ে রুপোর কেজি প্রতি মূল্য বর্তমানে প্রায় ৭১ হাজার টাকা। তবে স্বস্তির বিষয় এই বুধবারও সোনার দাম বাড়লেও এ দিন রুপোর দামে কোনও পরিবর্তন দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *