নয়াদিল্লি: আবারও রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে এই হার ৫.৯০ শতাংশ করা হয়েছে। এই নিয়ে টানা চতুর্থবার রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। ফলে আবারও বাড়ি-গাড়ি সংক্রান্ত ঋণের ইএমআই বৃদ্ধির পাশাপাশি প্রভাব পড়ল সোনার দামও। উৎসবের মরশুমে আরও দামী হল সেটি।
আরও পড়ুন- পুজোর মাসে ২১ দিন ব্যাঙ্ক বন্ধ! বাংলা ঠিক কবে, জেনে নিন
রেপো রেট বৃদ্ধির পর এই মুহূর্তে ৫০ হাজারের গণ্ডি পেরিয়েছে সোনা। বর্তমানে সোনার দাম ৫১ হাজার ৮১৫ টাকা। রুপোর দামও বেড়েছে সঙ্গে সঙ্গে। তাই সাধারণ মধ্যবিত্ত বাঙালির কপালে আরও চিন্তা কারণ দুর্গাপুজোর পরেই ধনতেরাস, দীপাবলী। সেই সময়ে সোনা কেনার হিড়িক বাড়ে। কিন্তু এইভাবে দাম বৃদ্ধি হলে কী ভাবে সোনা কেনা হবে তা প্রশ্নের। এমনিতেই জনতাকে বাড়ি, গাড়ির ইএমআইয়ের জন্য বেশি টাকা খরচ করতে হবে। উল্লেখ্য, গত মে মাসের পর থেকে পরপর চারবার এই রেট বৃদ্ধি পেয়েছে। শেষবার ৫ আগস্ট সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার তা আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে।
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে গঠিত ছয় সদস্যের মনিটারি পলিসি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাপারে আরবিআই গভর্নর নিজে জানিয়েছেন, গত দু’বছর ধরে বিশ্ব অর্থনীতি কার্যত তোলপাড় হয়েছে। কোভিড এবং হালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে আরও সঙ্কটের মধ্যে ফেলেছে। তারই প্রভাব পড়ছে দেশের অর্থনীতির ওপর।