গয়না কিনবেন? ৬৫ হাজারের নীচে নামল সোনা, একদিনে ৫ হাজার টাকা কমল রুপোর দাম

কলকাতা: অবশেষে স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর৷ আরও কমল সোনার দাম। ৭০ হাজারের নীচে নেমে গেল হলুদ ধাতুর দর। সস্তা হল রুপোও৷ এক ধাক্কায় ৫০০০ টাকা দাম…

gold6

কলকাতা: অবশেষে স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর৷ আরও কমল সোনার দাম। ৭০ হাজারের নীচে নেমে গেল হলুদ ধাতুর দর। সস্তা হল রুপোও৷ এক ধাক্কায় ৫০০০ টাকা দাম কমেছে। সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকলে আর দেরি করবেন না৷ জেনে নিন আজকের দর কত-

বুধবার, ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম যাচ্ছে ৬,৩৮৯ টাকা। সেই নিরিখে ১০ গ্রাম সোনার দর ৬৩ হাজার ৮৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৬ লক্ষ ৩৮ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে আজ।

আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দর ৬,৯৭০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৯ হাজার ৭০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৬ লক্ষ ৯৭ হাজার টাকা।

 

এদিকে, ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৫,২২৭ টাকায়। ১০ গ্রাম সোনার দাম ৫২ হাজার ২৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৫ লক্ষ ২২ হাজার ৭০০ টাকা। গতকালের চেয়ে ১০০ টাকা কমেছে ১৮ ক্যারেট সোনার দাম।

দাম পড়েছে রুপোরও৷ বুধবার ১ গ্রাম রুপোর দাম যাচ্ছে ৮,২৪০ টাকা। একদিনে ৫১০ টাকা কমে গিয়েছে রুপোর দাম৷ ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৮২ হাজার ৪০০ টাকা। গত কালের চেয়ে ৫১০০ টাকা দাম কমেছে রুপোর৷