৭ দিনের লকডাউন পর্বেই ১১ বছরে সর্বনিম্ন GDP বৃদ্ধির হার

৭ দিনের লকডাউন পর্বেই ১১ বছরে সর্বনিম্ন GDP বৃদ্ধির হার

3 stocks recomended

নয়াদিল্লি: অবশেষে প্রকাশিত হল ২০১৯-২০ অর্থবছরের শেষ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির পরিসংখ্যান৷ শেষ ত্রৈমাসিকে মাত্র এক সপ্তাহ লকডাউন পর্বেই মুখ থুবড়ে পড়েছে দেশের জাতীয় বৃদ্ধির হার৷ লকডাউনের জেরে অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছে, তার হিসেব পাওয়া যাবে চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকের জিডিপি রিপোর্টে৷

২০১৯-২০ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৪.২%৷ গত ১১ বছরে যা সর্বনিম্ন৷ শেষ ত্রৈমাসিকে তবে লকডাউনের জেরে অর্থনীতিতে প্রভাব বিপুল ভাবে ধরা দিতে চলছে চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকে৷

করোনা থাবা বসানোর আগে থেকেই গোটা দেশজুড়ে অর্থনীতিতে ঝিমুনি চলছিল৷ লকডাউন ঘোষণা পর থেকে সেই ঝিমুনি অর্থনীতির আকাশে কার্যন্ত ধেয়ে এসেছে দুর্যোগ৷ অর্থনীতির আকাশে ঘনীভূত দুর্যোগের পেক্ষাপটে শুক্রবার প্রকাশিত হয়েছে জিডিপি বৃদ্ধির হার৷ ২০১৯-২০ অর্থবর্ষে ১১ বছরে সর্বনিম্ন জিডিপি বৃদ্ধির হার৷ মাত্র ৪.২ শতাংশ৷

২০১৮-১৯ অর্থবছরে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.১ শতাংশ৷ ২০১৯-২০ অর্থবর্ষে ১.৯% কমে জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.২ শতাংশে৷ এই অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৫.২ শতাংশ৷ দ্বিতীয়ত ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৪.৪%৷ তৃতীয় ত্রৈমাসিকে ৪.১ ও চতুর্থ তথা শেষ ত্রৈমাসিকে তা দাঁড়িয়েছে ৩.১ শতাংশ৷ তবে এই ত্রৈমাসিকের মধ্যে লকডাউন ছিল মাত্র এক সপ্তাহ৷ ফলে ওয়াকিবহাল মহলের মতে, লকডাউন অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছে তার হিসেব পাওয়া যাবে ২০২০-২১ অর্থাৎ চলতি অর্থবর্ষের প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকে৷ সেখানে সাফ হয়ে যাবে ঠিক কোথায় দাঁড়িয়ে ভারতীয় অর্থনীতির চাকা৷ ৭ দিনের লকডাউন পর্বে যদি এই হাল হয়, তাহলে আগামী ত্রৈমাসিকের পূর্ণ লকডাউন পর্বে রিপোর্ট কী যে হবে, তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না ওয়াকিবহাল মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 14 =