ফের বাড়ল গ্যাসের দাম, কত দাঁড়াল বাংলায়?

নয়াদিল্লি: সদ্য দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছেন মোদি সরকার৷ কিন্তু, সকালে ফিরতেই অর্থনীতি থেকে কর্মসংস্থানের জোড়া রিপোর্টে অস্বস্তি বেড়েছে মোদি সরকারের৷ এবার, কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় দিনে একলাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম৷ চলতি মাসের শুরুতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম৷ ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বেড়েছে৷ শুক্রবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হয়ে গিয়েছে৷

3 stocks recomended

ফের বাড়ল গ্যাসের দাম, কত দাঁড়াল বাংলায়?

নয়াদিল্লি: সদ্য দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছেন মোদি সরকার৷ কিন্তু, সকালে ফিরতেই অর্থনীতি থেকে কর্মসংস্থানের জোড়া রিপোর্টে অস্বস্তি বেড়েছে মোদি সরকারের৷ এবার, কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় দিনে একলাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম৷

চলতি মাসের শুরুতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম৷ ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বেড়েছে৷ শুক্রবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হয়ে গিয়েছে৷ গোটা বাংলাজুড়ে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে ৭৬৩ টাকা ৫০ পয়সা৷ বেড়েছে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম৷ এলপিজিতে ভর্তুকি পান যে গ্রাহকরা, তাঁরা এই মাস থেকে ভর্তুকি বাবদ ২৬২ টাকা ৯৮ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন৷  জমা পড়বে৷ এই নিয়ে টানা ৪ মাসে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল অনেকটাই৷ তবে, রান্না গ্যাসের দাম বাড়লেও ব্যবসায়ীক ব্যবহারে ১৯ কিলো সিলিন্ডারের দামে কোনও বদল ঘটেনি৷ এখনও যার মূল্য ১ হাজার ৩৭৬ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 7 =