১ বছর ফ্রিতে Amazon প্রাইম সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে Jio

১ বছর ফ্রিতে Amazon প্রাইম সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে Jio

3 stocks recomended

নয়াদিল্লি:  জিয়ো ফাইবার গ্রাহকদের জন্য সুখবর৷ এবার এক বছরের জন্য বিনামূল্যে অ্যামাজন প্রাইমের মেম্বারশিপ পাবেন জিয়ো ফাইবার কাস্টমাররা৷ অ্যামাজনের সঙ্গে হাত মিলিয়ে গ্রাহকদের জন্য এই দুর্দান্ত অফার নিয়ে এসেছে জিয়ো৷

সাধারণত ৯৯৯ টাকায় এক বছরের জন্য অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন করতে হয়৷ তবে এবার বিনামূল্যেই এই সাবস্ক্রিপশন পাবেন জিয়ো ফাইবার গ্রাহকরা৷ তবে এই অফার সবার জন্য নয়৷ যাঁরা গোল্ড বা তার উপরের প্ল্যানগুলি ব্যবহার করে থাকেন, তাঁদের জন্যই থাকছে এই সুযোগ৷  

রিলায়েন্স জিয়োর তরফে জানানো হয়েছে, নতুন কিংবা পুরনো গ্রাহক, যাঁরা গোল্ড বা তার উপরের প্ল্যানগুলি রিচার্জ করবেন, তাঁরা সকলেই এই সুবিধা পাবেন৷ এই আকর্ষণীয় অফার পাওয়ার জন্য সিলভার এবং ব্রোঞ্জ প্ল্যানের গ্রাহদের গোল্ড বা তার উপরের প্ল্যানগুলি রিচার্জ করতে হবে৷ বিনামূল্যে অ্যামাজন প্রাইম সাবস্ক্রাইব করতে প্রথমে মাইজিয়ো অ্যাপ বা জিয়ো ডট কমে গিয়ে জিয়ো ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করুন৷ এর পর ১ বছরের অ্যামাজন প্রাইম মেম্বারশিপ ব্যানারে ক্লিক করুন৷ তার পর অ্যামাজন প্রাইম অ্যাকাউন্টে লগইন করে এই অফার উপভোগ করুন৷ আর ডুব দিন বিনোদনের দুনিয়ায়৷

অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন ছাড়াও জিয়ো ফাইবার গ্রাহকদের জন্য থাকছে আরও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের পরিষেবা৷ এই প্ল্যাটফর্মগুলি থেকে গ্রাহকরা নতুন নতুন ওয়েব সিরিজ, ভিডিয়ো দেখতে পারবেন। এই প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে  ZEE5, Sony LIV, VOOT, Disney+ Hotstar, Jio Cinema, Alt Balaji এবং Sun NXT।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + seventeen =