ফর্মালিন আতঙ্ক, নিষিদ্ধ হল বাংলার মাছ, মাথায় হাত ব্যবসায়ীদের

কলকাতা: বিহারে নিষিদ্ধ হল বাংলার মাছ। শুধু পশ্চিমবঙ্গ নয়, নিষিদ্ধ হয়েছে অন্ধ্রের মাছও। অত্যাধিক ফর্মালিন ব্যবহারে ও কয়েকটি ক্ষতিকর ধাতুর কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, আপাতত ১৫ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিহার স্বাস্থ্যভবন সূত্রে জানা গেছে, ওই দু’ই রাজ্যের মাছ পরীক্ষা করে ক্ষতিকর পদার্থের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। তারপরেই দুই

3 stocks recomended

ফর্মালিন আতঙ্ক, নিষিদ্ধ হল বাংলার মাছ, মাথায় হাত ব্যবসায়ীদের

কলকাতা: বিহারে নিষিদ্ধ হল বাংলার মাছ। শুধু পশ্চিমবঙ্গ নয়, নিষিদ্ধ হয়েছে অন্ধ্রের মাছও। অত্যাধিক ফর্মালিন ব্যবহারে ও কয়েকটি ক্ষতিকর ধাতুর কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, আপাতত ১৫ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিহার স্বাস্থ্যভবন সূত্রে জানা গেছে, ওই দু’ই রাজ্যের মাছ পরীক্ষা করে ক্ষতিকর পদার্থের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। তারপরেই দুই রাজ্য সরকারকেও বিষয়টি লিখিত জানানো হবে বলেও জানা গেছে। সাধারণত, এরাজ্য থেকে রুই,কাতলা, ভেটকি, পমফ্রেটের মতো মাছ যায় বিহারে। স্বাস্থ্য দফতরের কর্তার পাটনা, পুর্নিয়া, মুজাফফরপুর, ভাগলপুর, গয়া বিভিন্ন জায়গা থেকে বাংলার মাছের সংগ্রহ নমুনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 10 =