শহরে চালু হল বাইক ট্যাক্সি। ২৫ ডিসেম্বর ব্যাঙ্গালুরু র্যাপিডো বাইক সংস্থা কলকাতায় এই সার্ভিস চালু করল। চার চাকা বিশিষ্ট এই বাইক-ট্যাক্সি সারা ভারতবর্ষ ছাড়াও সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। পরিবহন ব্যবস্থায় কম খরচে এই বাইক-ট্যাক্সির ব্যবহার সর্বত্র বেড়েছে। র্যাপিডো সংস্থার আঞ্চলিক প্রধান জিতেশ কুমার জানিয়েছেন, ‘তাড়াতাড়ি যাওয়ার জন্য এই গাড়ির বিকল্প হয় না। আমাদের এই সার্ভিস ব্যাঙ্গালুরু, গৌহাটি, হায়দ্রাবাদ, ভোপাল, ইন্দোর সহ ভারতের আরো ২০টি শহরে রয়েছে।’ র্যাপিডো সংস্থা জানিয়েছে ৩ কিমি যাওয়ার জন্য খরচ হবে ১৯ টাকা।
অ্যাপ-ক্যাব ভুলে মাত্রা ১৯ টাকায় চড়ুন গাড়ি, বড়দিনে শহরে চালু নয়া পরিষেবা
শহরে চালু হল বাইক ট্যাক্সি। ২৫ ডিসেম্বর ব্যাঙ্গালুরু র্যাপিডো বাইক সংস্থা কলকাতায় এই সার্ভিস চালু করল। চার চাকা বিশিষ্ট এই বাইক-ট্যাক্সি সারা ভারতবর্ষ ছাড়াও সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। পরিবহন ব্যবস্থায় কম খরচে এই বাইক-ট্যাক্সির ব্যবহার সর্বত্র বেড়েছে। র্যাপিডো সংস্থার আঞ্চলিক প্রধান জিতেশ কুমার জানিয়েছেন, ‘তাড়াতাড়ি যাওয়ার জন্য এই গাড়ির বিকল্প হয় না। আমাদের এই সার্ভিস