নয়াদিল্লি: গুজরাট এবং মহারাষ্ট্র এই দুই রাজ্যের শিল্পের হাত ধরেই বিদ্যুৎ উৎপাদনে সুখের মুখ দেখেছিল গোটা দেশ৷ কিন্তু সম্প্রতি এই দুই রাজ্যই ক্রমশ শিল্প বিমুখ হয়ে পড়ায় বিদ্যুৎ উৎপাদনেও দেখা দিয়েছে ব্যাপক ঘাটতি৷
সম্প্রতি জানা গেছে চলতি বছরের অক্টোবর মাসেই মহারাষ্ট্রে বিদ্যুতের চাহিদা নেমে গিয়ে দাঁড়িয়েছে ২২.৪% এবং গুজরাতে এসে দাঁড়িয়েছে ১৮.৮%৷ যা হিসাব অনুযায়ী গত বছর অক্টোবরের তুলনায় চলতি বছরে কমেছে ১৩.২% ৷ যার কারণ হিসাবে অনেকেই মনে করছেন আর্থিক মন্দার কারণে বন্ধ হয়ে যাওয়া একাধিক কারখানা, যার ফলে কমেছে শিল্পোৎপাদনের হার৷ কারণ শিল্পের সাথেই বিদ্যুৎ সরবরাহের হারও অঙ্গাঙ্গিভাবে জড়িত তাই স্বাভাবিকভাবেই পাল্লা দিয়ে কমেছে বিদ্যুৎ উৎপাদনের হারও৷
সরকারি হিসাব অনুযায়ী গত ১২ বছরে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এই হার সর্বনিম্ন৷ জুন মাসে শেষ হওয়া কোয়ার্টারের নিরিখে বিগত ছয় বছরের তুলনায় সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বর্তমানের জিডিপি উন্নয়ন৷