বাড়তি মুনাফা দিতে পারে এই ১৫টি শেয়ার, নজরে কয়লা, প্রতিরক্ষা, বিমান স্টক

বাড়তি মুনাফা দিতে পারে এই ১৫টি শেয়ার, নজরে কয়লা, প্রতিরক্ষা, বিমান স্টক

3 stocks recomended

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই একগুচ্ছ ঘোষণা করেছে কেন্দ্র৷ ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ইতিমধ্যেই ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ পঞ্চম দফায় তার ব্যাখ্যাও দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ করোনা পরবর্তী পরিস্থিতির জেরে ঝিমিয়ে পড়া ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে ইতিমধ্যেই বেসরকারিকরণের দরজা উজাড় করে দিয়েছে কেন্দ্র৷ কোল ইন্ডিয়া থেকে শুরু করে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও বিনিয়োগের জন্য শেয়ারবাজারে তাছাড়া আর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ কেন্দ্রের এই ঘোষণায় শেয়ার বাজার খুব একটা চাঙ্গা না হলেও আগামী দিনে বেশ কিছু শেয়ারে বড়সড় লাভ মেলার সুযোগ আসতে পারে৷

বাজার বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী কয়েক বছরে ভালো মাত্রায় রিটার্ন দিতে পারে একাধিক বেসরকারি সংস্থার শেয়ার মূল্য৷ আগামী দু’পাঁচ বছরে যে সমস্ত শেয়ারের ভবিষ্যৎ মোটামুটি উজ্জ্বল, সেই সমস্ত স্টক নিয়ে আশার আলো দেখাচ্ছে বিশেষজ্ঞরা?

বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, আর্থিক প্যাকেজের চতুর্থ দফায় কয়লা, অ্যালুমিনিয়াম, প্রতিরক্ষা ও বিমান সংস্থাগুলির আশার আলো দেখা যাচ্ছে৷ আগামী কয়েক বছরে তার সুফল বাজারে দেখা দিতে পারে৷ কয়লা ব্লকে বেসরকারি বিনিয়োগের ছাড়পত্র সরকারি ভাব দেওয়া হলে কোল ইন্ডিয়া, এনএমডিসি, জিএমডিসির মতো স্টকের জন্য ভাল হবে৷ বিদেশি বিনিয়োগের মাত্রা বৃদ্ধি পাওয়ায় অভ্যন্তরীণ প্রতিরক্ষা ক্ষেত্রে এইচএএল, বিইএল, অ্যাপোলো মাইক্রো, লারসেন ও টুব্রো, বিইএমএল ও মিডহানির মতো স্টকে উপকৃত হবে৷

বিমানের ক্ষেত্রে জিএমআর ইনফ্রা, ইন্ডিগো ও স্পাইসজেটে শেয়ার দর বাড়তে পারে৷ এছাড়াও জেএসডাব্লু স্টিল, জেএসপিএল ও হিন্ডালকোলে মতো স্টকগুলি উপকৃত হবে৷ প্রতিরক্ষা খাতে সংস্কারের ফলে ভারত ফরজ, ভারত ডায়নামিক্স, বিইএল, বিইএমএল এবং লারসেন অ্যান্ড টুব্রো উপকৃত হবে৷ বিমান চলাচলের ক্ষেত্রে স্পাইসজেট, ইন্টারগ্লোব এভিয়েশন, জিএমআর ইনফ্রাস্ট্রাকচার এবং হিন্দুস্তান অ্যারোনটিক্সের উপর বাজারের নজর থাকবে৷ তবে, বিনিয়োগ করতে হবে দীর্ঘমেয়াদি৷ তবেই মিলতে পারে মুনাফা৷

শেয়ার বাজার সংক্রান্ত খবর পেতে নজর থাকুক AajBikel.com-এর পাতায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *