পুজোর আগেই সুখবর! ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে চলবে আরও ছ’দিন

পুজোর আগেই সুখবর! ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে চলবে আরও ছ’দিন

3 stocks recomended

নয়াদিল্লি: ‘ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে’জ-এর দিন ঘোষণা হযে গেল৷ কোম্পানির তরফে জানানো হয়েছে, এই সেল চলবে অক্টোবর মাসে, টানা ৬দিন৷ 

বিভিন্ন টেক সাইটের রিপোর্ট অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে এই সেল শুরু হওয়ার কথা জানা গেলেও, মঙ্গলবার সেই জল্পনায় জল ঢালল খোদ ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট৷ সংস্থার তরফে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়, আগামী ৭ অক্টোবর থেকে ফ্লিপকার্টের বিল বিলিয়ন ডে সেল শুরু হতে চলেছে৷ চলবে ১২ অক্টোবর পর্যন্ত, অর্থাৎ টানা ৬দিন চলবে এই অফারের মেলা। যেখানে স্মার্টফোন, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, পোশাক ছাড়াও মিলবে বিপুল কেনাকাটার সম্ভার। ইতিমধ্যেই কোম্পানির তরফে সেলের বিজ্ঞাপন করা শুরু হয়ে গিয়েছে৷ বিগ বিলিয়ন ডে-র পোস্টারে অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, রণবীর কাপুর ও আলিয়া ভাটকে দেখা যাচ্ছে৷

ই-কমার্স প্লাটফর্ম নিয়ে একটি সাইট জানিয়েছে, ফ্লিপকার্ট আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বিশাল সেলের আয়োজন করতে চলেছে, যেখানে ৬টি নতুন কোম্পানি নিজেদের ফোন লঞ্চ করবে। যেমন মোটোরোলা, ওপ্পো, পোকো, রিয়েলমি, ভিবো ও স্যামসাং৷ মোবাইল, ইলেকট্রনিক্স, হেলথকেয়ার ডিভাইস, পাওয়ার ব্যাঙ্ক, ল্যাপটপ, স্মার্টওয়াচে  ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা জানিয়েছে এই ই কমার্স সংস্থাটি৷ এ ছাড়াও টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রিক্যাল জিনিসেও ৮০ শতাংশ ছাড়ের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে ফ্লিপকার্টের তরফে৷ জামাকাপড় কেনাকাটায় ৬০-৮০ শতাংশ ছাড় দিতে চলেছে এই সংস্থা।

ঘর ও রান্নার জিনিসপত্র পাওয়া যাবে ৯৯ টাকা থেকে। খেলনা, সাজার জিনিস ও মেক আপের সরঞ্জামও মিলবে অনেক কম দামে। ন্যূনতম এই প্রোডাক্টগুলির দাম হবে ৯৯টাকা। আসবাবপত্র ও ম্যাট্রেসে ৮৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। জানা যাচ্ছে, সব ধরনের জিনিসেই ৭০ শতাংশ ছাড় দেবে ফ্লিপকার্ট। তবে একই ধরনের একাধিক প্রোডাক্ট কিনলে আরও ১০ শতাংশ ছাড় দেবে সংস্থাটি৷ পুজোর মরশুমে ইতিমধ্যেই বহু কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে এই ই কমার্স সংস্থা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + six =