ফের নয়া চমক আনছে Flipkart, জলের দরে স্মার্টফোন

নয়াদিল্লি: Flipkart –এ সবে শেষ হয়েছে সামার সেল। ইতিমধ্যেই Big Shopping Days এর ঘোষণা করে দিল ই-কমার্স কোম্পানিটি। আগামী ১৫ থেকে ১৯ মে Flipkart এ এই সেল চলবে। পাঁচ দিনের এই সেলে সস্তা হবে স্মার্টফোন, ইলেকট্রনিক প্রোডাক্ট, ল্যাপটপ সহ সব ধরনের গ্যাজেট। এছাড়াও কিচেন ও হোম অ্যাপলায়েন্স, ফ্যাশান প্রোডাক্টে ছাড় পাওয়া যাবে। HDFC ব্যাঙ্কের সাথে

3 stocks recomended

ফের নয়া চমক আনছে Flipkart, জলের দরে স্মার্টফোন

নয়াদিল্লি: Flipkart –এ সবে শেষ হয়েছে সামার সেল। ইতিমধ্যেই Big Shopping Days এর ঘোষণা করে দিল ই-কমার্স কোম্পানিটি। আগামী ১৫ থেকে ১৯ মে Flipkart এ এই সেল চলবে। পাঁচ দিনের এই সেলে সস্তা হবে স্মার্টফোন, ইলেকট্রনিক প্রোডাক্ট, ল্যাপটপ সহ সব ধরনের গ্যাজেট। এছাড়াও কিচেন ও হোম অ্যাপলায়েন্স, ফ্যাশান প্রোডাক্টে ছাড় পাওয়া যাবে।

HDFC ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে Flipkart এ শুরু হচ্ছে Big Shopping Days। এই সেলে HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বিশেষ ছাড় থাকবে। এছাড়াও থাকবে নো কস্ট ইএমআই এর সুবিধা। কোন প্রোডাক্টে কত ছাড় পাওয়া যাবে সেই বিষয়ে বিস্তারিত জানা যাবে শুক্রবার৷ সম্প্রতি শেষ হওয়া সামার সেলে সস্তা হয়েছিল iPhone XR, Nokia 6.1 Plus, Nokia 5.1 Plus, Realme 2 Pro, Honor 9 Lite, Honor 10 সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন। এই সেলে মাত্র ৫৩,৯২০ টাকায় পাওয়া গিয়েছে iPhone XR। এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন স্মার্টফোন কিনলে ১৭,৪৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া গিয়েছিল এই সেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =