অগাস্টের শুরুতেই সুখবর! সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক

দিল্লি: অগাস্ট মাস পড়তেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও সুদের হারে বদল আনল। ৩ কোটির কম আমানত এবং ৩ কোটি থেকে ১০ কোটি পর্যন্ত আমানতের উপর সুদের…

দিল্লি: অগাস্ট মাস পড়তেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও সুদের হারে বদল আনল। ৩ কোটির কম আমানত এবং ৩ কোটি থেকে ১০ কোটি পর্যন্ত আমানতের উপর সুদের হার বদলে দিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত মেয়াদে কোথায় কত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক?

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে ১ অগাস্ট ২০২৪ থেকেই ফিক্সড ডিপোজিটের উপর চালু হল নতুন সুদের হার। তবে সব মেয়াদের জন্য সুদের হার বদলায়নি এই ব্যাঙ্কে। শুধুমাত্র ৬৬৬ দিনের মেয়াদে ৩ কোটির কম আমানতের উপর সুদের হার বাড়িয়ে এখন থেকে ৭.৩০ শতাংশ সুদ দেবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

তবে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা পাওয়া যায় এই ব্যাঙ্কেও। ৬০ বছর থেকে ৮০ বছর বয়সী নাগরিকদের জন্য এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের উপর অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ মেলে। আর ৮০ বছরের বেশি বয়সীদের জন্য ফিক্সড ডিপোজিটে অতিরিক্ত ৬৫ বেসিস পয়েন্ট সুদ বেশি পাওয়া যায়।

নতুন সুদের হার, ৩ কোটির কম আমানতে :

৭ দিন থেকে ৪৫ দিনে – ৩ শতাংশ
৪৬ থেকে ১৭৯ দিনে- ৪.৫০ শতাংশ
১৮০ থেকে ১ বছরের কম দিনে- ৬ শতাংশ
১ বছর থেকে ২ বছরের আমানতে- ৬.৮০ শতাংশ
৬৬৬ দিনের আমানতে- ৭.৩০ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের আমানতে- ৬.৭৫ শতাংশ
৫ থেকে ১০ বছর পর্যন্ত- ৬ শতাংশ