নয়াদিল্লি: ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংযুক্তিকরণের পথে হাঁটল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অস্তিত্ব মিটিয়ে এবার ১২টিতে নামিয়ে আনল কেন্দ্র৷ ১০টি ব্যাংকে একত্রিত করে ৪টি ভাগে ভাগ করে দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর৷ নয়া এই সংযুক্তিকরণের ফলে কাজের গতি আসবে বলে দাবি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের৷
জানা গিয়েছে, পিএনবিতে মিশে যাচ্ছি ইউবিআই ও ওরেয়েন্টাল ব্যাংক৷ মিশে যাচ্ছে কানাডা ও সিন্ডিকেট ব্যাংক৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সঙ্গে এলাহাবাদ ব্যাংক ও কর্পোরেশন ব্যাংক মিশে যাচ্ছে৷ কানাডা ব্যাংকের সঙ্গে সিন্ডিকেট ব্যাংক মিশে যাবে৷ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একসঙ্গে কাজ করবে৷
এই ব্যাংক সংযুক্তিকরণের ফলে কোনও কর্মীর চাকরি যাবে না বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী৷ তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে ভারতের অর্থনীতিতে বড়সড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে৷ কারণ ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছেঁটে ১২টিতে নিয়ে আসা ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে বলেও মনে করছে অর্থনীতিবিদদের একাংশ৷ কেননা, এই ব্যাংক সংযুক্তিকরণের ফলে বেসরকারি ব্যাংকগুলির আরও বাড়বাড়ন্ত দেখা দেবে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷
Finance Minister Nirmala Sitharaman: After today’s announcement (merger of banks) post consolidation, India will now have 12 Public Sector Banks from 27 Public Sector Banks. pic.twitter.com/bTTGQva1Cm
— ANI (@ANI) August 30, 2019
Finance Minister Nirmala Sitharaman: We shall continue with 2 banks which will have national presence – Bank of India with Rs 9.3 Lakh Crores of business size and Central Bank with Rs 4.68 Lakh Crores of business size. pic.twitter.com/J7lWuujMag
— ANI (@ANI) August 30, 2019
Finance Minister Nirmala Sitharaman: Indian Bank with (merge) Allahabad Bank, they will be the seventh largest Public Sector Bank with business of Rs 8.08 lakh crores. pic.twitter.com/4cFafOybzH
— ANI (@ANI) August 30, 2019
Finance Minister Nirmala Sitharaman: Union Bank of India, with Andhra Bank and Corporation Bank shall become the fifth largest public sector bank now. pic.twitter.com/KGZZuaCuEi
— ANI (@ANI) August 30, 2019
Finance Minister Nirmala Sitharaman: Canara Bank with (merge) Syndicate Bank, they will be the fourth largest Public Sector Bank with business of Rs 15.20 lakh crores. pic.twitter.com/nRshTrYLxS
— ANI (@ANI) August 30, 2019
এর আগে প্রথম দফায় ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংযুক্তকরণ করে দু’টি ব্যাংক তৈরি করার কথা জানিয়েছিল মোদি সরকার৷ দ্বিতীয় দফায় ব্যাংক অফ বরদার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল বিজয় ব্যাংক ও দেনা ব্যাংকে৷ ওরিয়েন্টাল ব্যাংকের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্ক কর্পোরেশন ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে সিন্ডিকেট, এলাহাবাদ, অন্ধ্র ব্যাংককে মেশাতে আগেই সুপারিশ করেছিল কেন্দ্র৷