বিয়ের মরশুমে লাফিয়ে বাড়ছে মাছের দাম চড়া, কিন্তু কেন জানেন?

হাওড়া: বিয়ের লগনসায় মাছের দর চড়া৷ আর তার জন্য কপালে হাত মধ্যবিত্তের৷ গত অগ্রহায়ণ মাসে যে কাতলা মাছ ১৮০ টাকা থেকে ২০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছিল, তা এখন ২৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না৷ আবার পাবদা মাছের চাহিদাও বিয়ের মরশুমে ভালোই থাকে৷ পাবদা মাছও ৩৫০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে৷ অথচ মাস

3 stocks recomended

বিয়ের মরশুমে লাফিয়ে বাড়ছে মাছের দাম চড়া, কিন্তু কেন জানেন?

হাওড়া: বিয়ের লগনসায় মাছের দর চড়া৷ আর তার জন্য কপালে হাত মধ্যবিত্তের৷ গত অগ্রহায়ণ মাসে যে কাতলা মাছ ১৮০ টাকা থেকে ২০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছিল, তা এখন ২৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না৷ আবার পাবদা মাছের চাহিদাও বিয়ের মরশুমে ভালোই থাকে৷ পাবদা মাছও ৩৫০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে৷ অথচ মাস দুয়েক আগেই এই পাবদা মাছ ৩০০ টাকা প্রতি কেজি পাওয়া গিয়েছে৷

ভালো সাইজের গলদা চিংড়িও ৫০০ টাকার নিচে নেই৷ তবে ব্যবসায়ীরা বলেছেন, শীতকালে মূলত অন্ধ্রের কাতলা ও রুইয়ের উপরই নির্ভর করতে হয়৷ এই সময় মাছ জলাশয় বা ভেড়িতে কিছুটা নিচে নেমে যায়৷ তাই বছরের অন্য সময় একবার জাল ফেলতে যা মাছ উঠে আসে, শীতকালে তা হয় না৷ সেই কারণেই মাছের চাহিদা একটু বেশি থাকে৷ কিন্তু, এবার বিয়ের মরশুমে মাছের দাম বেড়ে যাওয়ার পিছনে ডিজেলের দাম বৃদ্ধিকেও বড় করে দেখছেন ব্যবসায়ীরা৷ তাঁরা বলেছেন, অন্ধ্র থেকে মাছ আনার খরচ বেড়ে গিয়েছে৷ সেই কারণেই মাছের দাম কিছুটা বেড়ে গিয়েছে৷ আগামী দু’মাস এই দামই চলবে বলে ব্যবসায়ীরা মনে করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =