কলকাতা: ঋণের বোঝা বৃদ্ধি নিয়ে বিরোধীদের আনা অভিযোগ খণ্ডন করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। মঙ্গলবার বিধানসভায় আগামী অর্থবর্ষের প্রথম চার মাসের ব্যয় বরাদ্দের প্রস্তাব পাশ হয়েছে। এর উপর বিতর্কের জবাবি ভাষণে অর্থমন্ত্রী বলেন, মোট ঋণের পরিমাণ কত, সেটা বড় ব্যাপার নয়। জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদনের তুলনায় ঋণের হার কত, সেটাই সব জায়গায় দেখা হয়।
এরাজ্যে এই হার কমছে বলে তিনি জানিয়েছেন। বামফ্রন্ট সরকারের সময় এই হার ছিল ৪০.৬৭ শতাংশ। ২০১৮-’১৯ আর্থিক বছরে এটা কমে হয়েছে ৩৩.৯ শতাংশ। অর্থমন্ত্রী বলেন, দেশের সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে গড় অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার সব থেকে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের পরিসংখ্যান থেকেই এই তথ্য মিলেছে, জানিয়েছেন অর্থমন্ত্রী। ঋণের বোঝা বৃদ্ধি নিয়ে বিরোধীরা রাজ্য সরকারের সমালোচনা করে। তৃণমূল সরকারের আমলে ঋণের পরিমাণ অনেকটাই বেড়েছে বলে তাঁদের অভিযোগ।