বিপুল হারে বাড়ছে জরিমানা, মোটর ভেহিক্যাল আইনের পরিবর্তন কেন্দ্রের

কলকাতা: মোটর ভেহিক্যালস আইন সংশোধনীনে ছাত্রপত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ আইন না মেনে গাড়ি চালালে জরিমাণ পরিমাণ একলাফে অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের৷ নূন্যতম জরিমানা এখন থেকে ১ হাজার করা করা হচ্ছে৷ সর্বোচ্চ এক লক্ষ্য টাকা থেকে ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা জরিমানা নেওয়ার বিষয়ে বিল আনতে চলেছে কেন্দ্র৷ মোটর ভেহিক্যাল আইনের সংশোধনী বিলে বেশ কিছু পরিবর্তন

3 stocks recomended

বিপুল হারে বাড়ছে জরিমানা, মোটর ভেহিক্যাল আইনের পরিবর্তন কেন্দ্রের

কলকাতা: মোটর ভেহিক্যালস আইন সংশোধনীনে ছাত্রপত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ আইন না মেনে গাড়ি চালালে জরিমাণ পরিমাণ একলাফে অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের৷ নূন্যতম জরিমানা এখন থেকে ১ হাজার করা করা হচ্ছে৷ সর্বোচ্চ এক লক্ষ্য টাকা থেকে ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা জরিমানা নেওয়ার বিষয়ে বিল আনতে চলেছে কেন্দ্র৷

মোটর ভেহিক্যাল আইনের সংশোধনী বিলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে৷ যেমন, মদ্যপান করে গাড়ি চালালে জরিমানা ধার্য হয়েছে ১০ হাজার টাকা৷ ফোন কানে গাড়ি চালালে জরিমানা হবে ৫ হাজার টাকা৷ সিগন্যাল না মানলে এবার জরিমানা হবে ১ হাজার টাকা৷ গতির উর্ধসীমা না মানলে জরিমানা ১ হাজার টাকা৷ লাইসেন্স নীতি না মানলে এবার আরও কড়া সজার ব্যবস্থা করা হচ্ছে৷ সর্বোচ্চ ১ লক্ষ টাকা ফাইন ও ৩ বছরের জেল হতে পারে৷ দুর্ঘটনায় মৃত্যু হলে ৫ লক্ষ্য টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দেওয়া হয়েছে৷ গাড়িমালিকের ২৫ হাজার টাকা জরিমানা নেওয়া হবে৷ সর্বোচ্চ ১ লক্ষ টাকা ফাইন ও ৩ বছরের জেল হতে পারে৷ নাবালক গাড়ি চালালে গাড়িমালিকের জরিমানা নেওয়া হবে বলে সংশোধনী বিলে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ দুর্ঘটনা রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + six =