SBI share price: কী অবস্থা SBIN-এর শেয়ারের? পড়ুন বিস্তারিত

SBI share price লাগাতার হায়ার হাই দেওয়ার পর কিছুটা হলেও ক্লান্ত হয়ে পড়েছে এসবিআইয়ের শেয়ারের দাম৷ আজ ৩ অক্টোবর, বেলা ১২টায় SBIN-এর দাম ছিল ৭৯৬.২০…

SBI share price

SBI share price

লাগাতার হায়ার হাই দেওয়ার পর কিছুটা হলেও ক্লান্ত হয়ে পড়েছে এসবিআইয়ের শেয়ারের দাম৷ আজ ৩ অক্টোবর, বেলা ১২টায় SBIN-এর দাম ছিল ৭৯৬.২০ টাকা৷

চাটপ্যাটার্ন বলছে, আরও কিছুটা নামতে পারে দেশের এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক৷ ৭৭৫-এর স্তরে বাইং জোন তৈরি হতে পারে বলে মত বাজার বিশেষজ্ঞদের৷ ৭৭৮-এর ভাল সাপোর্ট পেতে পারে এই স্টক৷ ৭৭৮ থেকে ৮৮০ পর্যন্ত ফের ছুট পারে এই স্টক৷ এমনই মত বাজার বিশেষজ্ঞদের একাংশের৷

SBIN

এমনিতেই ইজরায়েল-ইরানের যুদ্ধের সৌজন্যে যেহেতু বাজারে পতন দেখা দিয়েছে, সেটাই এখন বেশি চিন্তার হয়ে দাঁড়িয়েছে সাধারণ ট্রেডারদের৷ তবে, বিশেষজ্ঞদের একাংশ এমনিতেই বলে থাকেন, বাজার যখন পড়ে, তখনই কেনার ভাল সুযোগ থাকে৷ তবে, কোথায় কিনবেন, কী কিনবেন, কেন কিনবেন? কী টার্গেট? কতটা ঝুঁকি? সেটা না জেনে ট্রেড করা মানেই বিপদ ডাকা ছাড়া আর কিছুই নয়৷

ঠিক যেমন ইঙ্গিত দিয়েছিল ‘আজ বিকেল’, ঠিক তেমনই আজ চলছে শেয়ার বাজার৷ ইজরায়েল-ইরানের যুদ্ধের সৌজন্যে ফের পতন নিফটি ও সেনসেক্স-এ৷

শেয়ার মার্কেট সংক্রান্ত সঠিক খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে Aaj Bikel-এর পাতায়৷

মনে রাখা জরুরি, শেয়ার বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ বিষয়। অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন৷ টিভিতে, কাগজে, হোডিংয়ে, ফেসবুক, ইউটিউবে শেয়ার বাজার শেখানোর নামে রীতিমতো টাকা লুটের কারবার চলছে৷ ফলে, সাবধান! শেয়ার বাজারে পা রাখার আগে সবচেয়ে জরুরি ঝুঁকি পর্যালোচনা করা৷

share9
শেয়ার বাজার সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন

মনে রাখবেন, এই প্রতিবেদনে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যেরই উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে৷ ‘আজ বিকেল’ কখনও কাউকে, কোথাও কোনও অর্থ বিনিয়োগের পরামর্শ দেয় না৷ শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর প্রকাশ করা হল৷ এখানে শেয়ার সম্পর্কে কোনও কল বা টিপ দেওয়া হয় না৷

আরও পড়ুন-

Sensex Today: কী অবস্থা NIFTY, BANK NIFTY এবং SENSEX-এর? দেখুন

এবার ভুটানে পা অনিলেন, বিশাল প্রজেক্টের চুক্তি, প্রভাব পড়বে শেয়ারেও.

আপনি কি F&O ট্রেডার? SEBI নতুন নিয়ম জানেন তো? অপশন ট্রেড এখন ‘স্বপ্ন’! 

DGAFMS পদে প্রথম মহিলা ডাক্তার পেল দেশ, ‘গর্বিত’ বললেন ভাইস অ্যাডমিরাল আরতি

ইজরায়েলের উপর ক্ষেপনাস্ত্র হামলা ইরানের, ‘মূল্য চোকাতে হবে’, হুঙ্কার নেতানিয়াহুর 

দক্ষিণ আফ্রিকাকে ২৮ রানে উড়িয়ে দুবাইয়ে ঝড় ভারতের