আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজ: কোন খাতে কত বরাদ্দ? দেখুন পূর্ণাঙ্গ তালিকা

আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজ: কোন খাতে কত বরাদ্দ? দেখুন পূর্ণাঙ্গ তালিকা

3 stocks recomended

নয়াদিল্লি: দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ পঞ্চম দফার সেই প্যাকেজের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী নির্মালা সীতারামন৷

টানা ৫ দিনে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে, তার তালিকা তুলে ধরেছেন অর্থমন্ত্রী৷ আজ রবিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন নির্মলা সীতারামন৷ সেখানে তিনি জানিয়েছেন প্যাকেজের পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন অর্থমন্ত্রী৷

জানিয়েছেন, মাইক্রো এন্টারপ্রাইজ ক্ষেত্রে কেন্দ্র সরকার ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে৷ প্রধানমন্ত্রী মৎস্য সম্প্রদায় যোজনা ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ অপারেশন গ্রিন জন্য ৫০০ কোটি টাকা খরচ করা হচ্ছে৷ পশুপালনে ১৫ হাজার কোটি টাকা খরচ করা হবে৷

হারবাল কাল্টিভেশন ক্ষেত্রে ৪ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে৷ খাদ্য প্রক্রিয়াকরণে ৩৫০০ কোটি টাকা খরচ করা হচ্ছে৷ মুদ্রা লোনের ক্ষেত্রে ১৫০০ কোটি টাকা খরচ করা হচ্ছে৷ হকারদের জন্য ৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে৷ হাউজিংয়ের ক্ষেত্রে ৭০ হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে৷ নাবার্ড প্রকল্পে ৩০ হাজার কোটি করে টাকা খরচ করা হচ্ছে৷ কৃষাণ ক্রেডিট কার্ডের জন্য দু’লক্ষ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে৷

এমএসএমই’র ক্ষেত্রে ৩ লক্ষ ৭০ হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে৷ ইপিএফএ বরাদ্দ করা হয়েছে ২৮৬৫ কোটি টাকা৷ এনবিএফসির ক্ষেত্রে ৭৫ হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে৷ ডিআইএসওএম ক্ষেত্রে ৯০ হাজার কোটি টাকা৷ টিডিএসের ক্ষেত্রে ৫০ হাজার টাকা  ছাড় দেওয়া হচ্ছে৷ আইকর ছাড় দিয়ে ৭৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা প্যাকেজ করা হয়েছে৷ প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী স্বাস্থ্য ক্ষেত্রে ১৫ হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে৷ সবমিলিয়ে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *