নয়াদিল্লি: আয়ুষ্মান ভারত প্রকল্পে আপত্তি ছিল মুখ্যমন্ত্রীর৷ এবার কৃষকদের কথা ভেবে কেন্দ্রের প্রকল্পে বাংলাকে যুক্ত করার অনুমোদন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলার ৪০ লক্ষেরও বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে মাসে তিন হাজার টাকার পেনশন দেওয়ার দেওয়ার কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য সরকারের অনুমোদন৷
পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের প্রায় পাঁচ কোটি প্রান্তিক কৃষিজমির মালিক ওই পেনশন পাওয়ার যোগ্য বলে ইতিমধ্যেই তালিকা তৈরি করেছে কেন্দ্র সরকার৷ জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য আগামী তিন বছরে ১০ হাজার ৭৭৪ কোটি ৫০ লক্ষ টাকা খরচ করবে কেন্দ্র৷ প্রথম বছরের আসন্ন বাজেটে ৯৫২ কোটি টাকা বরাদ্দ হতে চলেছে বলে খবর৷
কৃষকদের জন্য কেন্দ্রের মোদির সরকার ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চালু করেছে৷ যেখানে দেশের প্রায় সব কৃষি জমির মালিককে বছরে তিন দফায় মোট ৬ হাজার টাকা দেওয়া ঘোষণা করা হয়েছে৷ ২ হেক্টর পর্যন্ত কৃষিজমি আছে, এমন প্রান্তিক কৃষকে মাসে তিন হাজার টাকার প্রাইম মিনিস্টার কিষাণ পেনশন যোজনায় সুবিধা দেওয়া হবে৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রকল্পটি অনুমোদন দিয়েছে৷ ওই যোজনা রূপায়নের লক্ষ্যে রাজ্যগুলির সঙ্গে কথা শুরু করে কেন্দ্র৷ যদিও ওই প্রকল্প বাধ্যতামূলক নয় করেনি কেন্দ্র৷