অবশেষে ভাঙল ঘুম! বাজারদর নিয়ন্ত্রণে পদক্ষেপ নবান্নের

কলকাতা: লাফিয়ে বাড়েছে আলু, পেঁয়াজ, শাকসবজির দাম৷ দাম নিয়ন্ত্রণে অবশেষে টাস্ক ফোর্সের জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বিকেলে নবান্নে এই বৈঠক ডাকা হয়েছে৷ সূত্রে খবর প্রায় ৫ মাস পর বৈঠকে বসছে টাস্ক ফোর্স৷ বুলবুল পরবর্তী পরিস্থিতির অজুহাতে বাজার এমনিতেই চড়া হয়েছে৷ প্রাকৃতিক বিপর্যয়ের কারণ দেখিয়ে অকারণে দাম বৃদ্ধি রুখতে অবশেষে পদক্ষেপ নিতে চলেছে

3 stocks recomended

অবশেষে ভাঙল ঘুম! বাজারদর নিয়ন্ত্রণে পদক্ষেপ নবান্নের

কলকাতা: লাফিয়ে বাড়েছে আলু, পেঁয়াজ, শাকসবজির দাম৷ দাম নিয়ন্ত্রণে অবশেষে টাস্ক ফোর্সের জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বিকেলে নবান্নে এই বৈঠক ডাকা হয়েছে৷ সূত্রে খবর প্রায় ৫ মাস পর বৈঠকে বসছে টাস্ক ফোর্স৷

বুলবুল পরবর্তী পরিস্থিতির অজুহাতে বাজার এমনিতেই চড়া হয়েছে৷ প্রাকৃতিক বিপর্যয়ের কারণ দেখিয়ে অকারণে দাম বৃদ্ধি রুখতে অবশেষে পদক্ষেপ নিতে চলেছে নবান্ন৷ বাজারদর নিয়ন্ত্রণ আনতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷ যদিও পুজোর আগে থেকেই লাফিয়ে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দাম৷ বাজারে পর্যাপ্ত নজরদারির অভাবে মাছ-মাংস শাকসবজি-ফলমূলের দাম আকাশছোঁয়া৷ আর তার জেরেই চূড়ান্ত সমস্যায় পড়তে হয়েছে আম জনতাকে৷ এবার সেই সমস্যা সমাধানে অবশেষে পদক্ষেপ নিতে চলেছে নবান্ন৷

অভিযোগ, বাজার চড়লেও গত ৫ মাস রাজ্যের বাজার বিষয়ক টাস্ক ফোর্সের কোনও মিটিং করা হয়নি৷ আর তাই লাফিয়ে বাড়ছে বাজারের সবজি থেকে মাছ-মাংসের দাম৷ স্বয়ং মুখ্যমন্ত্রী বাজার বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারপারসন৷ তাও পরও বাজার নিয়ন্ত্রণে কেন এতদিন কোনও পদক্ষেপ নেওয়া হল না? তা নিয়ে উঠছে প্রশ্ন৷

কিন্তু হঠাৎ কী করে বাজার চড়া হল? এই প্রসঙ্গে বাজার বিশেষজ্ঞদের মতে, হঠাৎ করে বাজারে সবজি মাছ মাংসের দাম বেড়ে যাওয়া মানে এর পিছনে কোনও দুর্নীতি রয়েছে৷ তার উপর দীর্ঘদিন টাস্ক ফোর্সে কড়া পদক্ষেপ না হওয়া থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির জেরে নাকাল হতে হয়েছে জনতা৷ ফলে পণ্য পরিবহণ খরচের বৃদ্ধির সঙ্গে সঙ্গে যোগান ও চাহিদার পার্থক্য দেখা গিয়েছে৷ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির পর থেকেই বুলবুল পরবর্তী পরিস্থিতে চওড়া হয়েছে বাজার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =