ফ্লিপকার্টের বাধা কাটাতে চাষিদের ক্ষতিপূরণ রাজ্যে

বারাকপুর: হরিণঘাটায় ফ্লিপকার্টের প্রস্তাবিত জমি থেকে ক্ষতিপূরণ দিয়ে চাষিদের সরানো হল। রবিবার হরিণঘাটা বিডিও অফিসে চাষিদের হাতে ফসলের ক্ষতিপূরণবাবদ চেক তুলে দেওয়া হয়। ফলে ওই জমিতে বিনিয়োগ করতে ফ্লিপকার্টের আর কোনও সমস্যা থাকল না। এদিন চেক বিলি অনুষ্ঠানে বিধায়ক নীলিমা নাগ, কল্যাণীর মহকুমা শাসক ইউনিস রিসিন ইসমাইল, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ চঞ্চল দেবনাথ উপস্থিত ছিলেন।

3 stocks recomended

ফ্লিপকার্টের বাধা কাটাতে চাষিদের ক্ষতিপূরণ রাজ্যে

বারাকপুর: হরিণঘাটায় ফ্লিপকার্টের প্রস্তাবিত জমি থেকে ক্ষতিপূরণ দিয়ে চাষিদের সরানো হল। রবিবার হরিণঘাটা বিডিও অফিসে চাষিদের হাতে ফসলের ক্ষতিপূরণবাবদ চেক তুলে দেওয়া হয়। ফলে ওই জমিতে বিনিয়োগ করতে ফ্লিপকার্টের আর কোনও সমস্যা থাকল না। এদিন চেক বিলি অনুষ্ঠানে বিধায়ক নীলিমা নাগ, কল্যাণীর মহকুমা শাসক ইউনিস রিসিন ইসমাইল, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ চঞ্চল দেবনাথ উপস্থিত ছিলেন।

এই এলাকায় ১২৫ একর জমিতে পূর্ব ভারতের সব থেকে বড় লজিস্টিক হাব করবে ফ্লিপকার্ট। সরকারি জমি তাদের দেওয়া হয়েছে। ওই জমি জবরদখল করে চাষিরা এতদিন চাষ করছিলেন। তাই তাদের সেখান থেকে এর আগেই সরে যেতে বলা হয়েছিল। কিন্তু চাষিরা জমিতে ফসল ফলিয়েছিলেন। তাঁরা আমাদের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করেছিলেন। বিষয়টি আমরা রাজ্য সরকারকে জানাই। রাজ্য সরকারের নির্দেশ মতো ১২৪জন চাষির হাতে ফসলের ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসা করা হয়, ওই এলাকায় কয়েকটি বাড়ি রয়েছে। তাদের কী ব্যবস্থা নেওয়া হল? তিনি বলেন, কয়েকজন গরিব মানুষের বাড়ি ওই জমিতে পড়েছে। তাদের বাড়ি বাদ দিয়ে ফেন্সিং দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 8 =