Facebook-Jio’র চুক্তি: এবার আপনার ঘরে পৌঁছে যাবে JioMart

Facebook-Jio’র চুক্তি: এবার আপনার ঘরে পৌঁছে যাবে JioMart

3 stocks recomended

নয়াদিল্লি: লকডাউন আহবে নিঃশব্দে ডিজিটাল বিপ্লব ঘটাল ফেসবুক ও জিও৷ ৫.৭ বিলিয়ন ডলার, ভারতীয় অর্থমূল্য প্রায় ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকার বিনিময়ে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৯.৯৯ শতাংশ শেয়ার কিনতে চলেছে মার্ক জুকেরবার্গের ফেসবুক৷ ভারতের বাজারে ব্যবসা বাড়ানোর লক্ষ্যে এই মেলবন্ধন বলে জানিয়েছেন জুকেরবার্গ৷ এই দুই বৃহৎ সংস্থার গাঁটছড়ার জেরে এবার সরাসরি প্রভাব পড়তে চলেছে দেশের খুচরো ব্যবসায়৷

জানা গিয়েছে, নয়া এই চুক্তির জেরে রিলায়েন্সের জিওমার্টের সঙ্গে ফেসবুকের অধীনে থাকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইকমার্স ব্যবসা চালু করতে চলছে এই দুই সংস্থা৷ জানা গিয়েছে, খুব দ্রুত ভারতের বাজারে খুচরো ব্যবসায় পা রাখতে চলেছে জিওমার্ট৷ যদিও এই ঘোষণা আগেই করে দিয়েছিলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানী৷ ইতোমধ্যেই গ্রাহকদের জিওমার্ট ব্যবহার করতে আমন্ত্রণ পাঠিয়েছে জিও৷ সব কিছু ঠিকঠাক থাকলে খুচরো ব্যবসায়ীদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বাজারে পা রাখতে চলেছে জিওমার্ট ও ফেসবুক৷ সূত্রের খবর, দোকান থেকে প্রয়োজনীয় পণ্য বাড়িতে পৌঁছে দিতে হোয়াটসঅ্যাপের সঙ্গে গাঁটছড়া করছে জিওমার্ট৷

এমনিতেই ডিজিটাল ভারতে এখনে অনলাইনে কেনাকাটার জোয়ার এসেছে৷ এবার হোয়াটসঅ্যাপের সঙ্গে জিওমার্ট বাজার কাঁপাতে চলেছে বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *